তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই দেশত্যাগ করতে এখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
আজ সোমবার (২৩ আগস্ট) কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহতের ঘটনা ঘটেছে। জার্মানির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বিমান বন্দরের ওই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।
এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।
গতকাল রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটো জানায়, তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দরে চলা বিশৃঙ্খলায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।
বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই দেশত্যাগ করতে এখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
আজ সোমবার (২৩ আগস্ট) কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহতের ঘটনা ঘটেছে। জার্মানির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বিমান বন্দরের ওই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।
এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।
গতকাল রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটো জানায়, তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দরে চলা বিশৃঙ্খলায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।
বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৮ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে