Ajker Patrika

ফিজিতে নিয়োগদাতার বিরুদ্ধে অভিযোগ তোলার পর ‘নিখোঁজ’ ৮ বাংলাদেশি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৫: ৩৩
ফিজিতে নিখোঁজ ৮ বাংলাদেশি। ছবি: ফিজি টাইমস
ফিজিতে নিখোঁজ ৮ বাংলাদেশি। ছবি: ফিজি টাইমস

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৮ জন বাংলাদেশি কর্মী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা আত্মগোপনে আছেন।

নিখোঁজের আগে ওই বাংলাদেশিরা অভিযোগ করেছিলেন, ফিজিতে থাকা নিয়োগদাতারা তাঁদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করেনি।

এ অবস্থায় দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী প্রকাশ্যে এসে তাঁদের অভিযোগ পুলিশের কাছে দায়ের করার অনুরোধ জানিয়েছেন।

নিখোঁজ ওই ৮ বাংলাদেশি হলেন—মিনহাজুল ইসলাম, আবদুল আহাদ, আরশাদুল আলী, দুরুল, ইমরান আলী, মোহাম্মদ আজিম, লিটন মিয়া ও শহীদুল ইসলাম।

ফিজির সংবাদমাধ্যম ফিজি টাইমসের প্রতিবেদন অনুসারে, দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনমন্ত্রী পিও টিকোদুয়াদুয়া ওই বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা যে অভিযোগ করেছেন সে বিষয়ে তদন্তের জন্য তাঁদের তো পুলিশের কাছে যেতে হবে।

এর আগে, বাংলাদেশি এসব কর্মী অভিযোগ করেছিলেন, নিয়োগকর্তারা তাঁদের প্রতি অমানবিক আচরণ করেছেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ।

মন্ত্রী টিকোদুয়াদুয়া বলেন, ‘তাঁরা পুলিশের কাছে বিষয়টি জানাক। আমি জানি না, তাঁরা কোথায় আছেন। কিন্তু আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা নিশ্চিত থাকতে পারেন যে, পুলিশ তাঁদের অভিযোগ সঠিকভাবে এবং ন্যায়সংগতভাবে শুনবে।’

এদিকে, বাংলাদেশি নাগরিকদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, তবে নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, ‘তারা যদি আত্মপ্রকাশ না করেন, তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে না। আমরা তাঁদের প্রতি যথাযথ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’

আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে এ ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত