ভুল করে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার ইয়েমেন থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান সংস্থা (ইউকেএমটিও) বলছে, ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।
কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি—এমনটা নিশ্চিত করে ইউকেএমটিও বলে, ট্যাংকার থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং তিনটি ছোট নৌকার পিছু নেওয়ার খবর পাওয়া গেছে।
অ্যাম্ব্রে বলে, হুতিদের ভুলবশত হামলার শিকার হওয়া এটি দ্বিতীয় রুশ তেলবাহী ট্যাংকার।
গত ১৯ নভেম্বর থেকেই ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।
গতকাল ভোরে এবং আজ শনিবার মার্কিন ও ব্রিটিশ জোট ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে। ইয়েমেনে এ হামলার তিরস্কার করেছে ইরানের মিত্র দেশ ও আরব শক্তিদের প্রধান সহযোগী রাশিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দেশটি।
অ্যাম্ব্রের প্রতিবেদন অনুসারে, পানামার একটি ট্যাংকার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ট্রানজিট করিডর দিয়ে যাওয়ার সময় তিনটি ছোট নৌকাকে লক্ষ্য করেছে। এ ছাড়া তারা একটি ক্ষেপণাস্ত্র পানিতে আঘাত হানতে দেখে।
অ্যাম্ব্রে বলে, পুরোনো তথ্যের ভিত্তিতে ওই জাহাজে ভুলবশত হামলা চালানো হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে জাহাজটি যুক্তরাজ্যের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
ভুল করে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার ইয়েমেন থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান সংস্থা (ইউকেএমটিও) বলছে, ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।
কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি—এমনটা নিশ্চিত করে ইউকেএমটিও বলে, ট্যাংকার থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং তিনটি ছোট নৌকার পিছু নেওয়ার খবর পাওয়া গেছে।
অ্যাম্ব্রে বলে, হুতিদের ভুলবশত হামলার শিকার হওয়া এটি দ্বিতীয় রুশ তেলবাহী ট্যাংকার।
গত ১৯ নভেম্বর থেকেই ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।
গতকাল ভোরে এবং আজ শনিবার মার্কিন ও ব্রিটিশ জোট ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে। ইয়েমেনে এ হামলার তিরস্কার করেছে ইরানের মিত্র দেশ ও আরব শক্তিদের প্রধান সহযোগী রাশিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দেশটি।
অ্যাম্ব্রের প্রতিবেদন অনুসারে, পানামার একটি ট্যাংকার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ট্রানজিট করিডর দিয়ে যাওয়ার সময় তিনটি ছোট নৌকাকে লক্ষ্য করেছে। এ ছাড়া তারা একটি ক্ষেপণাস্ত্র পানিতে আঘাত হানতে দেখে।
অ্যাম্ব্রে বলে, পুরোনো তথ্যের ভিত্তিতে ওই জাহাজে ভুলবশত হামলা চালানো হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে জাহাজটি যুক্তরাজ্যের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২৬ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে