Ajker Patrika

ভুটানের রিজার্ভ-সংকট, আমদানিতে লাগাম

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯: ৪৪
ভুটানের রিজার্ভ-সংকট, আমদানিতে লাগাম

ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ। 

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। 

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার। 

ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত