আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানে প্রায় দুই বছর আগে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার খর্বের জোরালো সমালোচনা করে এসেছে আন্তর্জাতিক বিশ্ব। তবে সেখানকার পরিস্থিতি বদলানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের কার্যত অসহায় অবস্থা সামনে এসেছে। নারীদের শিক্ষা, গতিবিধি, উপার্জন ইত্যাদি কার্যকলাপের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে তালেবান সরকার। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের এক কর্মকর্তা তালেবানের ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান জানালেন।
গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব শিক্ষা দূত গর্ডন ব্রাউন আফগানিস্তানে লিঙ্গবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি আইসিসির প্রসিকিউটর করিম খানকে সে বিষয়ে চিঠি লিখেছেন। করিম খান ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত করছেন।
ব্রাউনের মতে, গোটা বিশ্বে মেয়ে ও নারীদের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্য এই দৃষ্টান্ত বরদাশত করলে অন্যরাও সেই পদক্ষেপ নিতে পারে। আইসিসির প্রসিকিউটর করিম খানের দপ্তর থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ক্ষমতা দখলের পর তালেবান প্রশাসন ১২ বছরের বেশি বয়সের মেয়েদের স্কুলে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। বিউটি পারলার বন্ধ করা, পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পুরুষ ‘অভিভাবক’ ছাড়া নারীদের চলাচল সংকুচিত করার মতো পদক্ষেপের কারণে তালেবান সরকারের প্রবল সমালোচনা করা হচ্ছে।
তালেবানের যুক্তি, ইসলামি আইনের নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গর্ডন ব্রাউনের দেওয়া তথ্য অনুযায়ী, তালেবানের ৮০টি অধ্যাদেশের মধ্যে ৫৪টি নারী অধিকার খর্ব করেছে।
জাতিসংঘের দূত গর্ডন ব্রাউনের মতে, তালেবানের মধ্যেও বিষয়টি নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। কাবুলে কয়েকজন কর্মকর্তা মেয়েদের স্কুলে ফেরানোর পক্ষে সওয়াল করলেও কান্দাহারে কেন্দ্রীয় নেতৃত্ব সেটির বিরোধিতা করছে।
ব্রাউন এই ধর্মীয় নেতাদের মত বদল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা করে নারীদের মৌলিক অধিকার খর্ব করা যে ভুল, সেটা তাদের বোঝানোর চেষ্টা করতে হবে। তিনি মুসলিম দেশগুলোর উদ্দেশে কান্দাহারে ধর্মীয় নেতাদের প্রতিনিধিদল পাঠিয়ে তালেবান নেতাদের বোঝানোর আহ্বান জানান। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাধানিষেধ তুলে নিতে তালেবান নেতৃত্বকে রাজি করানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
গত সোমবার সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারী অধিকারের ক্ষেত্রে বর্তমান অনুশাসন অপরিবর্তিত থাকবে। তাঁর মতে, আফগানিস্তানে তালেবান খোলা মনে শাসন করছে।
আফগানিস্তানে প্রায় দুই বছর আগে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার খর্বের জোরালো সমালোচনা করে এসেছে আন্তর্জাতিক বিশ্ব। তবে সেখানকার পরিস্থিতি বদলানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের কার্যত অসহায় অবস্থা সামনে এসেছে। নারীদের শিক্ষা, গতিবিধি, উপার্জন ইত্যাদি কার্যকলাপের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে তালেবান সরকার। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের এক কর্মকর্তা তালেবানের ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান জানালেন।
গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব শিক্ষা দূত গর্ডন ব্রাউন আফগানিস্তানে লিঙ্গবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি আইসিসির প্রসিকিউটর করিম খানকে সে বিষয়ে চিঠি লিখেছেন। করিম খান ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত করছেন।
ব্রাউনের মতে, গোটা বিশ্বে মেয়ে ও নারীদের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্য এই দৃষ্টান্ত বরদাশত করলে অন্যরাও সেই পদক্ষেপ নিতে পারে। আইসিসির প্রসিকিউটর করিম খানের দপ্তর থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ক্ষমতা দখলের পর তালেবান প্রশাসন ১২ বছরের বেশি বয়সের মেয়েদের স্কুলে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। বিউটি পারলার বন্ধ করা, পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পুরুষ ‘অভিভাবক’ ছাড়া নারীদের চলাচল সংকুচিত করার মতো পদক্ষেপের কারণে তালেবান সরকারের প্রবল সমালোচনা করা হচ্ছে।
তালেবানের যুক্তি, ইসলামি আইনের নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গর্ডন ব্রাউনের দেওয়া তথ্য অনুযায়ী, তালেবানের ৮০টি অধ্যাদেশের মধ্যে ৫৪টি নারী অধিকার খর্ব করেছে।
জাতিসংঘের দূত গর্ডন ব্রাউনের মতে, তালেবানের মধ্যেও বিষয়টি নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। কাবুলে কয়েকজন কর্মকর্তা মেয়েদের স্কুলে ফেরানোর পক্ষে সওয়াল করলেও কান্দাহারে কেন্দ্রীয় নেতৃত্ব সেটির বিরোধিতা করছে।
ব্রাউন এই ধর্মীয় নেতাদের মত বদল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা করে নারীদের মৌলিক অধিকার খর্ব করা যে ভুল, সেটা তাদের বোঝানোর চেষ্টা করতে হবে। তিনি মুসলিম দেশগুলোর উদ্দেশে কান্দাহারে ধর্মীয় নেতাদের প্রতিনিধিদল পাঠিয়ে তালেবান নেতাদের বোঝানোর আহ্বান জানান। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাধানিষেধ তুলে নিতে তালেবান নেতৃত্বকে রাজি করানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
গত সোমবার সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারী অধিকারের ক্ষেত্রে বর্তমান অনুশাসন অপরিবর্তিত থাকবে। তাঁর মতে, আফগানিস্তানে তালেবান খোলা মনে শাসন করছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে