Ajker Patrika

তালেবানের বিরুদ্ধে হস্তক্ষেপের আহ্বান জাতিসংঘ দূতের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০: ০৫
তালেবানের বিরুদ্ধে হস্তক্ষেপের আহ্বান জাতিসংঘ দূতের

আফগানিস্তানে প্রায় দুই বছর আগে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার খর্বের জোরালো সমালোচনা করে এসেছে আন্তর্জাতিক বিশ্ব। তবে সেখানকার পরিস্থিতি বদলানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের কার্যত অসহায় অবস্থা সামনে এসেছে। নারীদের শিক্ষা, গতিবিধি, উপার্জন ইত্যাদি কার্যকলাপের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে তালেবান সরকার। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের এক কর্মকর্তা তালেবানের ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান জানালেন। 

গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব শিক্ষা দূত গর্ডন ব্রাউন আফগানিস্তানে লিঙ্গবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি আইসিসির প্রসিকিউটর করিম খানকে সে বিষয়ে চিঠি লিখেছেন। করিম খান ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত করছেন। 

ব্রাউনের মতে, গোটা বিশ্বে মেয়ে ও নারীদের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্য এই দৃষ্টান্ত বরদাশত করলে অন্যরাও সেই পদক্ষেপ নিতে পারে। আইসিসির প্রসিকিউটর করিম খানের দপ্তর থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

ক্ষমতা দখলের পর তালেবান প্রশাসন ১২ বছরের বেশি বয়সের মেয়েদের স্কুলে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। বিউটি পারলার বন্ধ করা, পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পুরুষ ‘অভিভাবক’ ছাড়া নারীদের চলাচল সংকুচিত করার মতো পদক্ষেপের কারণে তালেবান সরকারের প্রবল সমালোচনা করা হচ্ছে। 

তালেবানের যুক্তি, ইসলামি আইনের নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গর্ডন ব্রাউনের দেওয়া তথ্য অনুযায়ী, তালেবানের ৮০টি অধ্যাদেশের মধ্যে ৫৪টি নারী অধিকার খর্ব করেছে। 

জাতিসংঘের দূত গর্ডন ব্রাউনের মতে, তালেবানের মধ্যেও বিষয়টি নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। কাবুলে কয়েকজন কর্মকর্তা মেয়েদের স্কুলে ফেরানোর পক্ষে সওয়াল করলেও কান্দাহারে কেন্দ্রীয় নেতৃত্ব সেটির বিরোধিতা করছে। 

ব্রাউন এই ধর্মীয় নেতাদের মত বদল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা করে নারীদের মৌলিক অধিকার খর্ব করা যে ভুল, সেটা তাদের বোঝানোর চেষ্টা করতে হবে। তিনি মুসলিম দেশগুলোর উদ্দেশে কান্দাহারে ধর্মীয় নেতাদের প্রতিনিধিদল পাঠিয়ে তালেবান নেতাদের বোঝানোর আহ্বান জানান। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাধানিষেধ তুলে নিতে তালেবান নেতৃত্বকে রাজি করানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। 

গত সোমবার সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারী অধিকারের ক্ষেত্রে বর্তমান অনুশাসন অপরিবর্তিত থাকবে। তাঁর মতে, আফগানিস্তানে তালেবান খোলা মনে শাসন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত