Ajker Patrika

৬ বছর পর যন্ত্রণা থেকে মুক্তি পেল কুমির

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩২
৬ বছর পর যন্ত্রণা থেকে মুক্তি পেল কুমির

ছয় বছর ধরে একটি কুমির গলায় মোটরসাইকেলের টায়ার আটকে যন্ত্রণায় ভুগছিল। অবশেষে সেই যন্ত্রণা থেকে গত সোমবার মুক্তি মিলেছে কুমিরটির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ ফুট দৈর্ঘ্যের বিশাল কুমিরটির গলায় ছয় বছর আগে মোটরসাইকেলের টায়ার আটকে যায়। এরপর থেকে কুমিরটি যন্ত্রণা ভোগ করছিল। তবে কুমিরের সুস্থতার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ সত্ত্বেও কুমিরটিকে ধরা একটি চ্যালেঞ্জ ছিল। 

এরপর দ্বীপটির স্থানীয় বাসিন্দা তিলি কুমিরটিকে ধরতে সক্ষম হন। এর আগে তিনি কুমিরটিকে তিন সপ্তাহ ধরে নজরে রাখেন। দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় তিনি কুমিরটিকে ধরতে সমর্থ হন। এরপর তিলিই কুমিরটির গলা থেকে টায়ারটি কেটে অপসারণ করেন।

তিলি বলেন, ‘কুমিরটিকে আমি ধরেছি। স্থানীয়দের সাহায্য করার জন্য বলেছিলাম। তবে স্থানীয়রা ভেবেছিলেন কুমিরটিকে ধরতে সক্ষম হব না। এ ছাড়া সবাই ভয়ও পেয়েছিল।’

তিলি জানান, কুমিরটিকে ধরার জন্য তিনি একটি ফাঁদ ব্যবহার করেছেন। এতে টোপ হিসেবে তিনি জীবিত মুরগি ও হাঁস ব্যবহার করেছেন।

এর আগে স্থানীয় প্রশাসন কুমিরটির গলা থেকে টায়ার অপসারণের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু তিলি বলেছেন, ‘কুমিরটিকে মুক্ত করার জন্য এই পুরস্কার আমাকে কোনো অনুপ্রেরণা জোগায়নি। একটি সাপ বিপদে পড়লেও আমি সেটাকে সাহায্য করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত