কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।
প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।
কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।
শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।
কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।
প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।
কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।
শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১১ ঘণ্টা আগে