Ajker Patrika

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা হত্যাচেষ্টায় দণ্ডিত ৩ জনের মুক্তি

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা হত্যাচেষ্টায় দণ্ডিত ৩ জনের মুক্তি

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার ৩ তামিল বিদ্রোহী মুক্তি পেয়েছে। প্রেসিডেন্টের ক্ষমার আওতায় সোমবার তাদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজধানী কলম্বোয় এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে। ওই সময় প্রাণে বেঁচে গেলেও নিজের ডান চোখ হারান কুমারাতুঙ্গা। হামলায় সাংবাদিকসহ নিহত হন মোট ২৬ জন। ওই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করে ৩০ বছরের কারাদণ্ড দেয় দণ্ডিত করে আদালত।

২২ বছর কারাভোগের পর কামারাতুঙ্গার সম্মতিতে তাদের মুক্তির দেওয়ার সিদ্ধান্ত হয় বলে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানান। 

তিনি বলেন, ‘কুমারাতুঙ্গার অনুমতিসাপেক্ষেই তাঁর হত্যা চেষ্টাকারীদের খালাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

১৯৯৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কুমারাতুঙ্গার প্রতিদ্বন্দ্বী ছিলেন রনিল। হামলায় আহত অবস্থায়ই নির্বাচনে জয়ী হন কুমারাতুঙ্গা।

সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে দণ্ডিত আরও পাঁচ সাবেক তামিল টাইগার সদস্যকে শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত