Ajker Patrika

এক সপ্তাহে তৃতীয়বারের মতো ভূমিকম্প আফগানিস্তানে, মাত্রা ৬.৩

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২: ৫২
এক সপ্তাহে তৃতীয়বারের মতো ভূমিকম্প আফগানিস্তানে, মাত্রা ৬.৩

আফগানিস্তানের পশ্চিমে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ রোববার সকালে ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

হেরাতের একই এলাকায় কয়েক দিনের মধ্যে দুটি বড় ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। গত বুধবারের সেই ভূমিকম্পও ছিল ৬ দশমিক ৩ মাত্রার। এর আগে গত ৭ অক্টোবরও হেরাতে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। 

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পে যারা মারা গেছে, তাদের ৯০ শতাংশেরও বেশি নারী ও শিশু। 

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট যেখানে মিলেছে, এর কাছাকাছি এলাকায় অবস্থিত। 

আফগান সংবাদ সংস্থা পাজওয়ক আফগান নিউজ জানিয়েছে, ২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত