Ajker Patrika

যে কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৬: ০৩
যে কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন। দেশটির প্রতিরক্ষাব্যবস্থা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের’ প্রস্তুতি হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, তাঁরা প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে দেশটির এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। নতুন পরীক্ষিত এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার আগে পরীক্ষা করা হসং-১৭-এর একটি ‘নতুন ধরন’ সংস্করণ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মতে, ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। সমুদ্রে পতিত হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার ২৪৮ কিলোমিটার বা ৩ হাজার ৮৮০ মাইল উচ্চতা পাড়ি দিয়েছিল। এবং ৬৭ মিনিটের উড্ডয়নকালে ১ হাজার ৯০ কিলোমিটার, অর্থাৎ ৬৮০ মাইল দূরত্ব অতিক্রম করেছিল।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদন অনুসারে, জাপানা, কোরীয় উপদ্বীপে এবং এর আশপাশের অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, পারমাণবিক যুদ্ধের বিপদ ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের অনিবার্যতার কারণে কিম এই পরীক্ষার নির্দেশ দিয়েছেন। 

এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট কিম জং ইন বলেছেন, ‘উত্তর কোরিয়ার এই নতুন কৌশলগত অস্ত্রের উত্থান পুরো বিশ্বকে আমাদের কৌশলগত সশস্ত্রবাহিনীর শক্তি সম্পর্কে আরও একবার স্পষ্টভাবে সচেতন করবে।’ 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন। 

এর আগে, ২০১৭ সালে পরমাণু অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে। সে সময় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত