Ajker Patrika

প্রয়োজন পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

প্রয়োজন পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

সংকট মোকাবিলায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) দেশটির বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই হুমকি দেন কিম। 

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত হলে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯ তম বার্ষিকীতে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, ‘আমাদের সামরিক বাহিনী যেকোনো সংকট মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি আমাদের দেশের পারমাণবিক অস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।’

২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়াকিম বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছরে এসেও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধ আঁতাত চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র এমন আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে। সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে সামরিক মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উসকানিমূলক বলেও মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা। 

এদিকে পিয়ংইয়ং যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ ছাড়া প্রায় প্রতি মাসেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত