সংবিধান সংশোধনের জন্য কাজাখস্তানের বিপুলসংখ্যক ভোটার গণভোটে অংশ নিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন, গণভোটে ৭৭ দশমিক ১৮ শতাংশ ভোট সংবিধান সংশোধনের পক্ষে পড়েছে। এরপর সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের পর এক ভাষণে প্রেসিডেন্ট কাসিম বলেন, ‘আমরা দেখলাম, নতুন এক কাজাখস্তান নির্মাণে সবাই কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে। যে আইন একটি ছোট গোষ্ঠীর হাতে দেশের অর্থ-সম্পদ কুক্ষিগত করার অনুমতি দিয়েছে, সেই আইন আমাদের অবশ্যই সংস্কার করতে হবে।’
গত জানুয়ারিতে মধ্য এশিয়ার এই দেশে ব্যাপক বিক্ষোভ ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তখন অভ্যুত্থান ঠেকিয়ে দিয়ে কিছু সংস্কার প্রস্তাব সামনে আনেন কাসিম তোকায়েভ। প্রস্তাবের মধ্যে তাঁর সাবেক পৃষ্ঠপোষক ৮১ বছর বয়সী নাজারবায়েভ ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার উল্লেখ ছিল।
তোকায়েভকে জানুয়ারির সংকটের আগে নাজারবায়েভ ও তাঁর অতি ধনী আত্মীয়দের ছত্রছায়ায় থাকা শাসক হিসেবে দেখা হতো। সেই তোকায়েভ এখন নাজারবায়েভ প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
নাজারবায়েভ কাজাখস্তানের একজন প্রভাবশালী নেতা। প্রেসিডেন্টের পদ ছাড়ার পরেও তিনি ‘এলবাসি’ বা ‘জাতির নেতা’ উপাধি অক্ষুণ্ন রেখেছেন। সংবিধান সংশোধন হলে নতুন সংবিধানে তিনি তাঁর উপাধি হারাবেন।
এদিকে গাজিজ আবিশেভ নামের একজন রাজনৈতিক বিশ্লেষক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যেহেতু নতুন সংবিধান এই মর্যাদাকে স্বীকার করে না, সুতরাং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এলবাসির যুগ শেষ হয়েছে।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
সংবিধান সংশোধনের জন্য কাজাখস্তানের বিপুলসংখ্যক ভোটার গণভোটে অংশ নিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন, গণভোটে ৭৭ দশমিক ১৮ শতাংশ ভোট সংবিধান সংশোধনের পক্ষে পড়েছে। এরপর সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের পর এক ভাষণে প্রেসিডেন্ট কাসিম বলেন, ‘আমরা দেখলাম, নতুন এক কাজাখস্তান নির্মাণে সবাই কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে। যে আইন একটি ছোট গোষ্ঠীর হাতে দেশের অর্থ-সম্পদ কুক্ষিগত করার অনুমতি দিয়েছে, সেই আইন আমাদের অবশ্যই সংস্কার করতে হবে।’
গত জানুয়ারিতে মধ্য এশিয়ার এই দেশে ব্যাপক বিক্ষোভ ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তখন অভ্যুত্থান ঠেকিয়ে দিয়ে কিছু সংস্কার প্রস্তাব সামনে আনেন কাসিম তোকায়েভ। প্রস্তাবের মধ্যে তাঁর সাবেক পৃষ্ঠপোষক ৮১ বছর বয়সী নাজারবায়েভ ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার উল্লেখ ছিল।
তোকায়েভকে জানুয়ারির সংকটের আগে নাজারবায়েভ ও তাঁর অতি ধনী আত্মীয়দের ছত্রছায়ায় থাকা শাসক হিসেবে দেখা হতো। সেই তোকায়েভ এখন নাজারবায়েভ প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
নাজারবায়েভ কাজাখস্তানের একজন প্রভাবশালী নেতা। প্রেসিডেন্টের পদ ছাড়ার পরেও তিনি ‘এলবাসি’ বা ‘জাতির নেতা’ উপাধি অক্ষুণ্ন রেখেছেন। সংবিধান সংশোধন হলে নতুন সংবিধানে তিনি তাঁর উপাধি হারাবেন।
এদিকে গাজিজ আবিশেভ নামের একজন রাজনৈতিক বিশ্লেষক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যেহেতু নতুন সংবিধান এই মর্যাদাকে স্বীকার করে না, সুতরাং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এলবাসির যুগ শেষ হয়েছে।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে