Ajker Patrika

১৫ বছর পর দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬: ০৪
১৫ বছর পর দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তিনি আগামী ১০ আগস্ট ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করবেন বলে ঘোষণা দিয়েছেন তাঁর কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ বুধবার তিনি এ ঘোষণা দেন বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, ‘আমি এবং আমার পরিবারের সবাই ভীষণ খুশি, আমরা অভিভূত। তবে এর সঙ্গে কিছুটা উদ্বিগ্নও। কিন্তু আমরা বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থাকসিন সিনাওয়াত্রা। সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হলে তিনি দেশ ছেড়ে চলে যান।

এমন এক সময়ে থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার বিষয়টি সামনে এল, যখন থাইল্যান্ডে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বিরাজ করছে। গত মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখনো সরকার গঠন করা সম্ভব হয়নি। সিনেটরদের সমর্থন না থাকায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। পেতংতার্ন সিনাওয়াত্রার দল ফেউ থাই পার্টি এখন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত