অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।
শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।
আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।
আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।
ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।
শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।
আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।
আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।
ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৩০ মিনিট আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৩ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে