আজকের পত্রিকা ডেস্ক
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।
শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।
আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।
আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।
ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।
শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।
আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।
আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।
ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের একটি পরিকল্পনা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার, এ নিয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
১৮ মিনিট আগেসারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
৩ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
৩ ঘণ্টা আগে