এএফপি, জাকার্তা
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা একটি নৌকায় ভাসছে। এই রোহিঙ্গাদের উদ্ধারে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা নিয়ে ভাসা নৌকাটি আচেহ প্রদেশের উপকূল থেকে ছয় কিলোমিটার সমুদ্রের ভেতরে নোঙর করা ছিল। গত সোমবার একটি ত্রাণের নৌকা তাদের উপকূল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আসে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান বলেন, সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন ওই রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে তিনি আরও বলেন, সংকটে থাকা এই রোহিঙ্গাদের উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত আছে।
এদিকে গতকাল বুধবার এই নৌকা থেকে পাঁচ রোহিঙ্গাকে উপকূলে আনা হয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। এ ছাড়া নৌকায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রায় এক সপ্তাহ ধরে ওই রোহিঙ্গারা সাগরে ভাসছে। তারা যেখানে রয়েছে, সেখান থেকে সবচেয়ে কাছে দক্ষিণ আচেহ জেলা। এই জেলায় সরকারের মুখপাত্র ইউহেলমি বলেন, রোহিঙ্গাদের উদ্ধারের ক্ষেত্রে দেশের অভিবাসন বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
অভিবাসন বিভাগ সিদ্ধান্ত নেবে, এই রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে। ফয়সাল রহমান আরও বলেন, সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সমুদ্রবন্দরে বিশাল একটি ব্যানার টানিয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লেখা রয়েছে, ‘দক্ষিণ আচেহর মানুষ রোহিঙ্গাদের জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’ আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’
আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দল ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা একটি নৌকায় ভাসছে। এই রোহিঙ্গাদের উদ্ধারে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা নিয়ে ভাসা নৌকাটি আচেহ প্রদেশের উপকূল থেকে ছয় কিলোমিটার সমুদ্রের ভেতরে নোঙর করা ছিল। গত সোমবার একটি ত্রাণের নৌকা তাদের উপকূল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আসে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান বলেন, সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন ওই রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে তিনি আরও বলেন, সংকটে থাকা এই রোহিঙ্গাদের উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত আছে।
এদিকে গতকাল বুধবার এই নৌকা থেকে পাঁচ রোহিঙ্গাকে উপকূলে আনা হয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। এ ছাড়া নৌকায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রায় এক সপ্তাহ ধরে ওই রোহিঙ্গারা সাগরে ভাসছে। তারা যেখানে রয়েছে, সেখান থেকে সবচেয়ে কাছে দক্ষিণ আচেহ জেলা। এই জেলায় সরকারের মুখপাত্র ইউহেলমি বলেন, রোহিঙ্গাদের উদ্ধারের ক্ষেত্রে দেশের অভিবাসন বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
অভিবাসন বিভাগ সিদ্ধান্ত নেবে, এই রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে। ফয়সাল রহমান আরও বলেন, সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সমুদ্রবন্দরে বিশাল একটি ব্যানার টানিয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লেখা রয়েছে, ‘দক্ষিণ আচেহর মানুষ রোহিঙ্গাদের জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’ আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’
আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দল ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে