দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার সেবা। মোভিয়েশন ভোনায়ের নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। এই লক্ষ্যে তারা একটি অ্যাপও চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ভোনায়ের প্ল্যাটফরমের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে। প্রতি এক ঘণ্টা পরপর এই সেবা চালবে।
প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণের জামসিল থেকে ইঞ্চিওন বিমানবন্দর পর্যন্ত চলবে এই হেলিকপ্টার। এই দূরত্বটুকু পাড়ি দিতে সড়কপথে দুই ঘণ্টা সময় লাগলেও আকাশপথে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর জামসিল থেকে দক্ষিণ সিউলের ইয়াংজায়ে পর্যন্ত জ্যাম ঠেলে আসতে এক ঘণ্টা সময়ের পরিবর্তে এখন পাঁচ মিনিট সময় নেবে হেলিকপ্টার। প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে ৩১৯ মার্কিন ডলার।
মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ‘ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায়, যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি।’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে (ইউএএম) প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়ায় তেমন পরিচিত নয়। তিনি বলেন, ‘কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে।’
শিন মিন আরও বলেন, ‘ছয় মাসের এই পরীক্ষামূলকভাবে সেবার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো একটি ভিত্তি স্থাপন করা। তারপর পরবর্তী সময়ে বড় পরিসেরে সেবা দেওয়া।’ গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয় বলেও জানান শিন।
মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলোও ঘুরে দেখাবে। এ ছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে বলে জানিয়েছে মোভিয়েশন কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার সেবা। মোভিয়েশন ভোনায়ের নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। এই লক্ষ্যে তারা একটি অ্যাপও চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ভোনায়ের প্ল্যাটফরমের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে। প্রতি এক ঘণ্টা পরপর এই সেবা চালবে।
প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণের জামসিল থেকে ইঞ্চিওন বিমানবন্দর পর্যন্ত চলবে এই হেলিকপ্টার। এই দূরত্বটুকু পাড়ি দিতে সড়কপথে দুই ঘণ্টা সময় লাগলেও আকাশপথে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর জামসিল থেকে দক্ষিণ সিউলের ইয়াংজায়ে পর্যন্ত জ্যাম ঠেলে আসতে এক ঘণ্টা সময়ের পরিবর্তে এখন পাঁচ মিনিট সময় নেবে হেলিকপ্টার। প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে ৩১৯ মার্কিন ডলার।
মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ‘ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায়, যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি।’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে (ইউএএম) প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়ায় তেমন পরিচিত নয়। তিনি বলেন, ‘কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে।’
শিন মিন আরও বলেন, ‘ছয় মাসের এই পরীক্ষামূলকভাবে সেবার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো একটি ভিত্তি স্থাপন করা। তারপর পরবর্তী সময়ে বড় পরিসেরে সেবা দেওয়া।’ গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয় বলেও জানান শিন।
মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলোও ঘুরে দেখাবে। এ ছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে বলে জানিয়েছে মোভিয়েশন কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
২২ মিনিট আগেকৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
৩১ মিনিট আগেদক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। এবার প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের বেলায়ও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই ১ লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল—যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
১ ঘণ্টা আগে