Ajker Patrika

উত্তর কোরিয়া-রাশিয়া রেল যাতায়াত বাড়ল, অস্ত্র লেনদেনের আশঙ্কা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৯: ১৭
উত্তর কোরিয়া-রাশিয়া রেল যাতায়াত বাড়ল, অস্ত্র লেনদেনের আশঙ্কা

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর দুই দেশের মধ্যে রেল যাতায়াত বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক বিয়ন্ড প্যারালালের প্রতিবেদন অনুসারে, হঠাৎ এই ট্রাফিক বেড়ে যাওয়া অস্ত্র লেনদেনেরই ইঙ্গিত।   

বিয়ন্ড প্যারালালকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইটের ছবিতে উত্তর কোরিয়া সীমান্তে তুমাংগাং রেলস্টেশনে অন্তত ৭০টি মালবাহী গাড়ি দেখা গেছে। এ পরিমাণ মালগাড়ি করোনা মহামারির আগেও দেখা যায়নি। গত পাঁচ বছরে এই রেল ইয়ার্ডে মোট ২০টির বেশি গাড়ি দেখা যায়নি। 

এ ধরনের কার্যকলাপ উত্তর কোরিয়ার রাশিয়ায় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের দিকে ইঙ্গিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিপিং কনটেইনারগুলো ঢাকা থাকায় এতে কী পরিবহন করা হচ্ছে তা চিহ্নিত করা যায়নি। 

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বরাত দিয়ে সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে তোপ-কামান সরবরাহ শুরু করছে। এ খবর প্রকাশ হওয়ার পর দিনই বিয়ন্ড প্যারালালের এই বিশ্লেষণ প্রকাশ করা হয়।

গত মাসে পুতিন ও কিমের মুখোমুখি বৈঠকের পর ইউক্রেনের মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।  

এর আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারকে গোলাবারুদ সরবরাহের অভিযোগ করেছিল। উত্তর কোরিয়া আধুনিক অস্ত্রের ব্যাপক উৎপাদনকারী এবং দেশটির কাছে সোভিয়েত যুগের যুদ্ধসামগ্রীর বিশাল মজুত আছে বলে ধারণা করা হয়।    

রাশিয়া এ বছর উৎপাদন বাড়িয়ে প্রায় ২৫ লাখ গোলাবারুদ তৈরি করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধের ময়দানে গোলাবারুদ কম পড়ে যেতে পারে। কারণ, মস্কো সেনারা প্রতিদিন প্রায় ৬০ হাজার রাউন্ড খরচ করছে বলে জানিয়েছে ইউক্রেন।     

কিমের সফরের সময় কোনো চুক্তি সই হয়নি বলেছিল রাশিয়া। তবে পুতিন বলেন, তিনি সামরিক সহযোগিতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বহু বছরের মৈত্রী রয়েছে। দুটি দেশই বৈশ্বিক নিষেধাজ্ঞায় জর্জরিত—মস্কো ইউক্রেন হামলার জন্য এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য। 

যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া থেকে রাশিয়াতে কোনো ধরনের অস্ত্র আমদানি সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক নিয়ম ভঙ্গ করে। এ নিয়মগুলোর মধ্যে বেশ কয়েকটি অন্তর্ভুক্ত করতে রাশিয়া নিজেই ভোট দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত