Ajker Patrika

৯/১১ তারিখেই কি শপথ নিচ্ছে তালেবানের নতুন সরকার 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৫৭
৯/১১ তারিখেই কি শপথ নিচ্ছে তালেবানের নতুন সরকার 

নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হয়। সেই হামলার জেরে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসে যুক্তরাষ্ট্র। এরপর পেরিয়ে যায় ২০ বছর। দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে গত ৩০ আগস্ট মধ্য রাতে আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্র। ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। 

গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে। গুঞ্জন উঠেছে টুইন টাওয়ার হামলার ২০ বছর পূর্তিতে আগামীকাল ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে তালেবানের নতুন এই সরকার। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ১১ সেপ্টেম্বর তালেবানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, কাতার, ভারত ও যুক্তরাষ্ট্রকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 

তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানায়, আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে। তবে অন্য আরেকটি প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানায়, আগামীকাল শনিবার (১১ সেপ্টেম্বর) নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে অস্বীকার করেছে তালেবান। 

স্পুতনিক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের ঊর্ধ্বতন কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি এক টুইট বার্তায় আজ শুক্রবার জানিয়েছেন, কিছুদিন আগে আফগানিস্তানে নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরই মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। নতুন সরকার কাজও শুরু করে দিয়েছে। ১১ সেপ্টেম্বর শপথগ্রহণের যে গুঞ্জন উঠেছিল সেটি সত্য নয়। সেটা নিছকই গুজব। 

উল্লেখ্য, গত মঙ্গলবার নতুন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ। উপ-প্রধান হিসেবে থাকছেন আব্দুল ঘানি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হেদায়াতুল্লাহ বাদরি। 

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'সরকারি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন ইসলামি এই সরকার ৩৩ সদস্য বিশিষ্ট। বাকিদের কার কী দায়িত্ব সেগুলো আলোচনা করে ঘোষণা করা হবে।' 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাবিউল্লাহ মুজাহিদ যাদের নাম ঘোষণা করেছেন এদের অধিকাংশই 'পুরোনো মুখ'। 

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর গত ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আফগানিস্তানে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত