Ajker Patrika

এবার রেস্তোরাঁয় নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০: ৩৪
এবার রেস্তোরাঁয় নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে নারীদের ওপর আরও এক ফতোয়া জারি করল তালেবান। হিজাব না পরে ঘুরে বেড়ানোর অভিযোগে নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকগোষ্ঠী। 

আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বদের অভিযোগ, হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছে না নারীরা। রাস্তায় অনেক নারীকেই দেখা যাচ্ছে হিজাব ছাড়া। রেস্তোরাঁয়ও হিজাব ছাড়াই অহরহ ঢুকছেন তাঁরা। আর এই অভিযোগের ভিত্তিতেই হিজাব ছাড়া নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান। 
 
ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, তালেবানের নতুন নিষেধাজ্ঞা আপাতত আফগানিস্তানের হেরাত শহরের রেস্তোরাঁর ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যে সমস্ত রেস্তোরাঁয় খোলামেলা জায়গা রয়েছে, বাগান বা গাছপালা দিয়ে সাজানো, সেখানে হিজাব ছাড়া নারীরা ঢুকতে পারবেন না। 

তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবল খোলামেলা রেস্তোরাঁগুলোর জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ ও নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। সাধারণ মানুষ ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলোর ওপরও নজর রাখছে তালেবান। 

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর দেশটির নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি হচ্ছে। দেশজুড়ে ধর্মের অজুহাতে নানাভাবে নারীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। শিক্ষা, চাকরি, বিনোদনসহ নানা ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। পুরুষ ছাড়া রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না নারীদের। মোটর-রিকশায় চড়া, পা-খোলা জুতো পরার ‘অপরাধে’ নির্যাতনের ঘটনা ঘটেছে। কেড়ে নেওয়া হয়েছে উচ্চশিক্ষার অধিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত