মিয়ানমারের জান্তাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই। সেই হিসেবে দেশটিতে সামরিক শাসনের ৩ বছর হয়ে গেছে। এদিকে, ৩ বছর হওয়ার শেষ দিনে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে।
জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ‘অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন...পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সক্ষম করতেই এই সিদ্ধান্ত।’
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী যা তাতমাদাও নামেও পরিচিতি ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্টেট কাউন্সেলর দৌ অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করার দিনই জরুরি অবস্থা ঘোষণা করে। পরে দেশজুড়ে জান্তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করে।
এদিকে, ক্ষমতা দখলের পর সু চিকে করা হয় গৃহবন্দী; সাজানো বিচারে তাঁকে দেওয়া হয় কারাদণ্ড। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা ও অন্যান্য গণতন্ত্রপন্থী নেতা মিলে গঠন করেন জাতীয় ঐক্যের সরকার। সেই সরকারের ছত্র ছায়ায় মিয়ানমারে জান্তার বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র লড়াই।
সেই লড়াইয়ে শামিল হয় সীমান্তসহ বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর সম্মিলিত নাম দেওয়া হয় এথনিক আর্মড অর্গানাইজেশনস বা ইএওএস। এর সদস্যগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মিত লড়াই চালিয়ে আসছে। সম্প্রতি তারা ব্যাপক সাফল্য পেয়েছে।
বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের তিন বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স রাখাইন, চিন ও শান রাজ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে।
মিয়ানমারের জান্তাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই। সেই হিসেবে দেশটিতে সামরিক শাসনের ৩ বছর হয়ে গেছে। এদিকে, ৩ বছর হওয়ার শেষ দিনে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে।
জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ‘অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন...পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সক্ষম করতেই এই সিদ্ধান্ত।’
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী যা তাতমাদাও নামেও পরিচিতি ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্টেট কাউন্সেলর দৌ অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করার দিনই জরুরি অবস্থা ঘোষণা করে। পরে দেশজুড়ে জান্তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করে।
এদিকে, ক্ষমতা দখলের পর সু চিকে করা হয় গৃহবন্দী; সাজানো বিচারে তাঁকে দেওয়া হয় কারাদণ্ড। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা ও অন্যান্য গণতন্ত্রপন্থী নেতা মিলে গঠন করেন জাতীয় ঐক্যের সরকার। সেই সরকারের ছত্র ছায়ায় মিয়ানমারে জান্তার বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র লড়াই।
সেই লড়াইয়ে শামিল হয় সীমান্তসহ বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর সম্মিলিত নাম দেওয়া হয় এথনিক আর্মড অর্গানাইজেশনস বা ইএওএস। এর সদস্যগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মিত লড়াই চালিয়ে আসছে। সম্প্রতি তারা ব্যাপক সাফল্য পেয়েছে।
বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের তিন বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স রাখাইন, চিন ও শান রাজ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে