Ajker Patrika

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার, ‘উগ্রবাদী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৫: ৪৪
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল। ছবি: সংগৃহীত

উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার পুলিশ গত সপ্তাহে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে মালয় মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ গত ২৪ এপ্রিল থেকে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে এবং সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এই পাঁচজনকে ইতিমধ্যে শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য ১৬ জনের এই উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানে জানা গেছে, এই গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শের ভিত্তিতে উগ্রবাদী বিশ্বাসকে মালয়েশিয়ায় ছড়িয়ে দিচ্ছিল।

তিনি আরও যোগ করেন, গোষ্ঠীটি নতুন সদস্য নিয়োগের জন্য সেল তৈরি করেছিল। তাদের উদ্দেশ্য ছিল উগ্রবাদী আদর্শে দীক্ষা দেওয়া, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং সেই সঙ্গে নিজ দেশের বৈধ সরকারকে উৎখাত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, মালয়েশিয়া কোনো বিদেশি চরমপন্থী আন্দোলনের জন্য আশ্রয়স্থল বা কার্যকলাপের জায়গা হতে দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ ও বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করে গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে এবং কঠোর পদক্ষেপ নেবে, যাতে মালয়েশিয়া শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সন্ত্রাসবাদের হুমকি থেকে মুক্ত থাকে।

মন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়াকে কোনো জঙ্গি কার্যক্রমের ঘাঁটি বা চরমপন্থী আন্দোলনের ট্রানজিট কেন্দ্র বানানোর যেকোনো প্রচেষ্টা কঠোর, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত