Ajker Patrika

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল চীন

আপডেট : ১১ মে ২০২২, ২০: ৩৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল চীন

চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির মন্তব্য দায়িত্বহীন। স্থানীয় সময় বুধবার চীনের পক্ষ থেকে এমনটি বলা হয়। 
 
মহামারি শুরু হওয়ার পর থেকে চীন সম্প্রতি সবচেয়ে খারাপ করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের বেশির ভাগই বাড়িতে আটকে রয়েছে। 

 এ নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘করোনাভাইরাসের আচরণ ও ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করি তা বিবেচনা করে আমরা মনে করি না যে শূন্য-কোভিড কৌশল টেকসই। আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে পদ্ধতিটি টেকসই হবে না।’ 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনের কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সংবাদ সম্মেলন প্রচার হয়নি। 

ওই সংবাদ সম্মেলন নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার পরিবর্তে চীনের কোভিড-১৯ নীতিকে বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগতভাবে দেখবেন।’ 

করোনা মহামারির শুরুর দিকে সমালোচকেরা অভিযোগ করেন, চীনের পক্ষ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত