Ajker Patrika

আগাচ্ছে তালেবান পালাচ্ছে বিদেশিরা

আজকের পত্রিকা ডেস্ক
আগাচ্ছে তালেবান পালাচ্ছে বিদেশিরা

তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছাতে মাস তিনেক সময় লাগবে—কয়েক দিন আগে এমন আশঙ্কাই প্রকাশ করেছিলেন এক মার্কিন গোয়েন্দা। কিন্তু তালেবানের রাজধানীমুখী যে প্রতিদিন দেখা যাচ্ছে, তাতে করে আরও অনেক আগেই তারা রাজধানীর দখল নিয়ে নেয় কি না, তেমন আশঙ্কাই দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে কাবুল ছেড়ে দ্রুত পালাচ্ছে বেসামরিক নাগরিকেরা। আর বিশ্বের যেসব মানুষ সেখানে আছে, তাদের দ্রুত আফগানিস্তান ছাড়তে বলা হচ্ছে নিজ নিজ দেশের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশ তাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে সেনাসদস্যদের পাঠাচ্ছে কাবুলে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর মাত্র ৭ মাইল দক্ষিণের জেলা চার-আসিয়াব দখলে নিয়েছে তালেবান। স্থানীয় এমপি হুদা আহমেদি বিষয়টি নিশ্চিত করেন। তা ছাড়া, বাহিনীটি পাকিস্তান সীমান্তের পাক্তিকা প্রদেশের রাজধানী শারানও দখলে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এমপি খালিদ আসাদ।

অন্যদিকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ বালখের মাজার-ই-শরিফে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। এটি হাতছাড়া হলে মোটামুটি সব গুরুত্বপূর্ণ শহর তালেবানের দখলে চলে যাবে।

সব মিলিয়ে দেশটির ৩৪ প্রদেশের ১৯টির রাজধানী এরই মধ্যে দখলে নিয়েছে তালেবান।

এ পরিস্থিতিতে গতকাল এক টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘গত ২০ বছরের অর্জন বৃথা যেতে দেব না। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি। আলোচনার ফলাফল শিগগির আপনাদের জানানো হবে।’

এই যখন পরিস্থিতি, ঠিক তখন গতকাল কাবুলে পৌঁছেছে কিছু নতুন মার্কিন সৈন্য। আজ রোববারের মধ্যে মোট ৩ হাজার মার্কিন সৈন্য আফগানিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে পেন্টাগন। সেখানে নিয়োজিত মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিরাপদে আফগানিস্তান ত্যাগে তারা কাজ করবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে একই কাজে দু-এক দিনের মধ্যে প্রায় ৬০০ ব্রিটিশ সৈন্যও সেখানে পৌঁছার কথা রয়েছে। কিন্তু এরা ফের যুদ্ধে জড়াবে কি না, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার প্রেক্ষাপটে ২০১১ সালের অক্টোবরে আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন ও ন্যাটো বাহিনী। সেখান থেকে ২০ বছরের লড়াই শেষে গত এপ্রিলে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন পর্যন্ত হাজার তিনেক মার্কিন সেনা ছিল দেশটিতে। ঘোষণা অনুযায়ী তারা ছোট ছোট দলে আফগান ভূমি ছাড়তে শুরু করে গত ১ মে থেকে। শেষ সেনা দলটির কাবুল ছাড়ার কথা আগামী ১১ সেপ্টেম্বর। এর আগে গত জুলাইয়ে কাবুলের অদূরে নিজেদের প্রধান সেনাঘাঁটি ছেড়ে যায় অধিকাংশ মার্কিন ও সব ন্যাটো সৈন্য। এর পর থেকে মূলত গ্রামাঞ্চল ও সীমান্ত ক্রসিং দখলে নিতে শুরু করে তালেবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত