Ajker Patrika

প্রতিবছর ২৫ কুমারী নিয়ে আনন্দ-ফুর্তি করেন কিম জং উন 

প্রতিবছর ২৫ কুমারী নিয়ে আনন্দ-ফুর্তি করেন কিম জং উন 

উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন প্রতিবছর ২৫ কুমারীকে নিয়ে আনন্দ-ফুর্তি করেন বলে অভিযোগ উঠেছে। কিমের মনোরঞ্জনের জন্য ২৫ জন কুমারী নিয়ে গঠিত দলটিকে ‘প্লেজার স্কোয়াড’ বলা হয়। দেশটি পালিয়ে আসা তরুণী ইওনমি পার্ক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’কে এমনটি জানিয়েছেন। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্লেজার স্কোয়াডের জন্য কিম প্রতি বছর ২৫ জন কুমারীকে বেছে নেন। যেসব মেয়েরা সুন্দর এবং রাজনৈতিকভাবে কিমের অনুগত তাঁদেরই বাছাই করা হয়। ইওনমি পার্ক নিজেও দুইবার কিমের ‘প্লেজার স্কোয়াডের’ জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। তবে পারিবারিক অবস্থার কারণে তাঁকে পুরোপুরিভাবে নির্বাচিত করা হয়নি। 

ইওনমি পার্ক বলেছেন, ‘তাঁরা (নির্বাচকেরা) প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে এবং এমনকি তাঁরা স্কুলের উঠানেও যায়। তাঁরা সুন্দরী কাউকে হাতছাড়া করতে চায় না। কিছু সুন্দরী মেয়ে খুঁজে পেলে প্রথমেই তাঁদের পারিবারিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা যাচাই করে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা দক্ষিণ কোরিয়া বা অন্য কোনো দেশে আত্মীয়-স্বজন আছে এমন কোনো মেয়েকে তাঁরা নেয় না, শুরুতেই বাদ দিয়ে দেয়। 

ইওনমি পার্ক আরও দাবি করেন, সুন্দরীদের প্রাথমিকভাবে নির্বাচিত করার পর তাঁদের কুমারীত্ব নিশ্চিত করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময় ছোট দাগের মতো ক্ষুদ্রতম ত্রুটি ধরা পড়লেও অযোগ্য বলে বিবেচিত হয়। কঠিন পরীক্ষার পর পুরো উত্তর কোরিয়া থেকে কিছু মেয়েকে পিয়ংইয়ং পাঠানো হয়, যেখানে তাঁদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসকের মনোরঞ্জন করা। 

কিমের ‘প্লেজার স্কোয়াডকে’ তিনটি স্বতন্ত্র দলে বিভক্ত করা হয়েছে। একটি বডি ম্যাসেজ এবং অন্যটিকে গান ও নাচের প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয় গোষ্ঠীকে কিম এবং তাঁর সহচরদের সঙ্গে যৌন ঘনিষ্ঠ হতে হয়। 

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা তরুণী ইওনমি পার্ক। ছবি: সংগৃহীত পার্ক বলেন, ‘তাঁদের কিম এবং তাঁর সহচরদের সঙ্গে যৌন ঘনিষ্ঠ হতে হয়। তাদের শিখতে হবে কীভাবে পুরুষদের খুশি করা যায়। এটাই তাদের একমাত্র লক্ষ্য।’ 

কিমের মনোরঞ্জনের জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও বাকিদের নিম্নপদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কোয়াডের সদস্যদের বয়স বিশ বছরের মাঝামাঝি হয়ে গেলে তাদের বাদ দেওয়া হয়। তাদের মধ্যে কেউ কেউ প্রায়শই নেতাদের দেহরক্ষীদের বিয়ে করে। 

পার্ক আরও জানান, প্লেজার স্কোয়াডের উৎপত্তি সত্তরের দশকে কিম জং-উনের বাবা দ্বিতীয় কিম জংয়ের শাসনামলে। কিমের বাবা বিশ্বাস করতেন ‘যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে’। তবে, তিনি ৭০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১১ সালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত