Ajker Patrika

রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার রাজার সমর্থন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০১
রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার রাজার সমর্থন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষে মুখ খুলেছেন দেশটির নতুন রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হয় এমন কোনো দাবি বা অনুরোধ তিনি মেনে নেবেন না। আজ সোমবার মালয়েশিয়ার পার্লামেন্টে চলতি বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

রাজা ইব্রাহিম বলেন, ‘যাদের রাজনীতি করে সরকার গঠনের ইচ্ছা আছে তাদের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সকল রাজনৈতিক দলকে প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নির্বাচিত সরকারের প্রতি দলগতভাবে সম্মান জানাতে হবে।’ এ সময় তিনি জানান, ২০২৮ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্বেগ প্রকাশ করেছেন রাজা। তাঁর সর্বশেষ ভাষণে সেই উদ্বেগের বহিঃপ্রকাশই ঘটেছে। মূলত আনোয়ার ইব্রাহিমের বিরোধী দলগুলোর নেতারা বারবার তাঁর সরকারের পদত্যাগ চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু। দেশটির সংবাদমাধ্যম এই বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।

আনোয়ার জানিয়েছেন, বিরোধীরা তাঁর সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিরোধীরাও বর্তমান সরকার পতনের সঙ্গে জড়িত—এমন অভিযোগ অস্বীকার করেছেন। দেশটিতে ২০১৮ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রীই দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি।

এই অবস্থায় গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া রাজা সুলতান ইব্রাহিমের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত