আজকের পত্রিকা ডেস্ক
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস আজ সোমবার (২৮ জুলাই) তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
পিতার জন্মদিন উপলক্ষে ছোটবেলায় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাচারাসর্ন। ছবিটিতে দেখা যায়, তিনি তাঁর পিতার হাত ধরে আছেন। ইনস্টাগ্রাম পোস্টে রাজার উদ্দেশে থাই ভাষায় তিনি লিখেছেন, ‘আমি বিনীতভাবে আমার শুভকামনা জানাই। রাজা যেন দীর্ঘজীবী হন। শুভ জন্মদিন, প্রিয় পিতা।’
রাজা মহা ভাজিরালংকর্ণ তাঁর সাবেক স্ত্রী সুজারিনি বিবাচারাওংসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভাচারাসর্ন। বহু বছর আগে রাজপুত্র ভাচারাসর্ন ও তাঁর তিন ভাইকে মায়ের সঙ্গে রাজপরিবারের পদবি ও মর্যাদা থেকে বঞ্চিত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে তাঁরা যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন।
অনেকে মনে করেন, সম্প্রতি ভাচারাসর্নের দেশে ফেরা ও বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ তাঁর পিতার অনুগ্রহ পাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে। থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ণ বর্তমানে ৭২ বছর বয়সী। তিনি চারবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর এক রানি ও এক রাজসঙ্গিনী রয়েছেন; যা রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ককে জটিল করে তুলেছে এবং সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ করেছে।
এদিকে সব রানি মিলিয়ে রাজা মহা ভাজিরালংকর্ণের পাঁচ পুত্র ও দুই কন্যা রয়েছে। দেশটির উত্তরাধিকার আইন অনুযায়ী, শুধু পুত্ররাই সিংহাসনের উত্তরসূরি হতে পারেন। এই হিসেবে তাঁর একমাত্র সরকারি স্বীকৃত পুত্র রাজপুত্র দিপাংকর্ণ থাই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তবে ধারণা করা হয়, রাজপুত্র দিপাংকর্ণ একটি বিকাশজনিত সমস্যায় ভুগছেন, যা তাঁকে রাজত্বের জন্য অযোগ্য করে তুলতে পারে।
এদিকে রাজার জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভাও সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন, যদি রাজা উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নারী উত্তরসূরিকে অনুমোদন দেন। কিন্তু সেই রাজকুমারী ২০২২ সাল থেকে কোমায় আছেন এবং তাঁর অবস্থার বিষয়ে তেমন কিছু জানা যায় না।
এই প্রেক্ষাপটে ভাচারাসর্নের দেশে ফেরা, সন্ন্যাস গ্রহণ ও পিতাকে জন্মদিনে আবেগভরা শুভেচ্ছা—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তিনি হয়তো রাজপরিবারে পুনর্বাসনের পথে রয়েছেন।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস আজ সোমবার (২৮ জুলাই) তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
পিতার জন্মদিন উপলক্ষে ছোটবেলায় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাচারাসর্ন। ছবিটিতে দেখা যায়, তিনি তাঁর পিতার হাত ধরে আছেন। ইনস্টাগ্রাম পোস্টে রাজার উদ্দেশে থাই ভাষায় তিনি লিখেছেন, ‘আমি বিনীতভাবে আমার শুভকামনা জানাই। রাজা যেন দীর্ঘজীবী হন। শুভ জন্মদিন, প্রিয় পিতা।’
রাজা মহা ভাজিরালংকর্ণ তাঁর সাবেক স্ত্রী সুজারিনি বিবাচারাওংসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভাচারাসর্ন। বহু বছর আগে রাজপুত্র ভাচারাসর্ন ও তাঁর তিন ভাইকে মায়ের সঙ্গে রাজপরিবারের পদবি ও মর্যাদা থেকে বঞ্চিত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে তাঁরা যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন।
অনেকে মনে করেন, সম্প্রতি ভাচারাসর্নের দেশে ফেরা ও বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ তাঁর পিতার অনুগ্রহ পাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে। থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ণ বর্তমানে ৭২ বছর বয়সী। তিনি চারবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর এক রানি ও এক রাজসঙ্গিনী রয়েছেন; যা রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ককে জটিল করে তুলেছে এবং সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ করেছে।
এদিকে সব রানি মিলিয়ে রাজা মহা ভাজিরালংকর্ণের পাঁচ পুত্র ও দুই কন্যা রয়েছে। দেশটির উত্তরাধিকার আইন অনুযায়ী, শুধু পুত্ররাই সিংহাসনের উত্তরসূরি হতে পারেন। এই হিসেবে তাঁর একমাত্র সরকারি স্বীকৃত পুত্র রাজপুত্র দিপাংকর্ণ থাই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তবে ধারণা করা হয়, রাজপুত্র দিপাংকর্ণ একটি বিকাশজনিত সমস্যায় ভুগছেন, যা তাঁকে রাজত্বের জন্য অযোগ্য করে তুলতে পারে।
এদিকে রাজার জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভাও সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন, যদি রাজা উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নারী উত্তরসূরিকে অনুমোদন দেন। কিন্তু সেই রাজকুমারী ২০২২ সাল থেকে কোমায় আছেন এবং তাঁর অবস্থার বিষয়ে তেমন কিছু জানা যায় না।
এই প্রেক্ষাপটে ভাচারাসর্নের দেশে ফেরা, সন্ন্যাস গ্রহণ ও পিতাকে জন্মদিনে আবেগভরা শুভেচ্ছা—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তিনি হয়তো রাজপরিবারে পুনর্বাসনের পথে রয়েছেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৬ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৭ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে