Ajker Patrika

২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড কামি রিতার

২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড কামি রিতার

সংখ্যা কিংবা বয়স—কোনোটিই যেন তাঁর কাছে বড় ব্যাপার নয়। ২৯ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পা রেখে নিজের আগের রেকর্ডগুলোই ভেঙেছেন কেবল। তবে এখানেই শেষ নয়, শারীরিক সক্ষমতা থাকলে আবার উঠতে চান মাউন্ট এভারেস্ট পর্বতে। 

এই রেকর্ড কামি রিতা শেরপার। নামটি ইতিহাসের খাতায় আরও পাকাপোক্তভাবে গেঁথে গেল। তাঁর আগে পৃথিবীর কোনো ব্যক্তি এতবার এভারেস্ট পর্বতের চূড়ায় (৮ হাজার ৮৪৯ মিটার) ওঠেননি। ভবিষ্যতে কেউ কামি রিতাকে ছাড়িয়ে গেলেও প্রথম মানব হিসেবে রয়ে যাবে তাঁরই নাম। 

গতকাল রোববার সকাল ৭টার কিছু পরে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে বেশিবার আরোহণের রেকর্ডটি গড়েন ৫৪ বছর বয়সী কামি রিতা। তাঁর এভারেস্ট-যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ওই সময় থেকেই গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখান কামি রিতা। 

এর আগে গত সপ্তাহে এভারেস্টে বেজক্যাম্পে পৌঁছে এই রেকর্ডের পূর্বাভাস দিয়েছিলেন এই শেরপা। ওই সময়ে নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘২৯ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাচ্ছি। একজনের কাছে যেটি কাজ, অন্যজনের কাছে তা যেন স্বপ্ন।’ 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের রেকর্ডটিও অবশ্য কামি রিতারই ছিল। গত বছর বসন্তে এক সপ্তাহের মধ্যে দুবার ৮ হাজার ৮৪৯ মিটার এই পর্বতের চূড়ায় উঠে আগের রেকর্ডটি করেছিলেন তিনি। অর্থাৎ সপ্তাহের যে দুবার কামি রিতা এভারেস্টে উঠেছিলেন, সেগুলো ছিল তাঁর যথাক্রমে ২৭ তম ও ২৮ তম এভারেস্ট আরোহণ। 

এভারেস্টে সর্বোচ্চবার আরোহণের দ্বিতীয় রেকর্ড যার, তিনিও একজন নেপালি, নাম পাসাং দাওয়া শেরপা। এ পর্যন্ত ২৭ বার এভারেস্টে উঠেছেন তিনি। উল্লেখ্য, নেপালের আঞ্চলিক ভাষায় এভারেস্টের নাম ‘সাগরমাতা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত