ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।
এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে।
ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভুটানে ভোট গ্রহণ হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রবৃদ্ধির বিপরীতে দেশটির মোট জাতীয় সুখকে (জিএনএইচ) অগ্রাধিকার দেওয়া অনেক দিনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ভুটানে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে গত পাঁচ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে আছে গড়ে ১ দশমিক ৭ শতাংশের মধ্যে। গত কয়েকটি নির্বাচনের সময় থেকে আর্থিক ও শিক্ষাগত সুবিধার সন্ধানে রেকর্ডসংখ্যক তরুণ জনগোষ্ঠী বিদেশে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে অস্ট্রেলিয়ায়। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে পিডিপির ইশতেহারে বলা হয়েছিল, দেশটিতে প্রতি আটজনে একজন খাদ্য ও জরুরি সামগ্রীর প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
মঙ্গলবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের একজন হলেন কারমা (৪৯)। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভুটানের লোকদের সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাদের নিজেদের প্রবৃদ্ধি। অনেক মানুষ বেকার। এমনকি যারা চাকরি পাচ্ছেন, তারাও পরিবারকে এগিয়ে তোলার মতো যথেষ্ট উপার্জন করতে পারছেন না।
ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।
এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে।
ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভুটানে ভোট গ্রহণ হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রবৃদ্ধির বিপরীতে দেশটির মোট জাতীয় সুখকে (জিএনএইচ) অগ্রাধিকার দেওয়া অনেক দিনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ভুটানে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে গত পাঁচ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে আছে গড়ে ১ দশমিক ৭ শতাংশের মধ্যে। গত কয়েকটি নির্বাচনের সময় থেকে আর্থিক ও শিক্ষাগত সুবিধার সন্ধানে রেকর্ডসংখ্যক তরুণ জনগোষ্ঠী বিদেশে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে অস্ট্রেলিয়ায়। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে পিডিপির ইশতেহারে বলা হয়েছিল, দেশটিতে প্রতি আটজনে একজন খাদ্য ও জরুরি সামগ্রীর প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
মঙ্গলবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের একজন হলেন কারমা (৪৯)। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভুটানের লোকদের সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাদের নিজেদের প্রবৃদ্ধি। অনেক মানুষ বেকার। এমনকি যারা চাকরি পাচ্ছেন, তারাও পরিবারকে এগিয়ে তোলার মতো যথেষ্ট উপার্জন করতে পারছেন না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে