ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।
এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে।
ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভুটানে ভোট গ্রহণ হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রবৃদ্ধির বিপরীতে দেশটির মোট জাতীয় সুখকে (জিএনএইচ) অগ্রাধিকার দেওয়া অনেক দিনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ভুটানে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে গত পাঁচ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে আছে গড়ে ১ দশমিক ৭ শতাংশের মধ্যে। গত কয়েকটি নির্বাচনের সময় থেকে আর্থিক ও শিক্ষাগত সুবিধার সন্ধানে রেকর্ডসংখ্যক তরুণ জনগোষ্ঠী বিদেশে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে অস্ট্রেলিয়ায়। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে পিডিপির ইশতেহারে বলা হয়েছিল, দেশটিতে প্রতি আটজনে একজন খাদ্য ও জরুরি সামগ্রীর প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
মঙ্গলবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের একজন হলেন কারমা (৪৯)। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভুটানের লোকদের সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাদের নিজেদের প্রবৃদ্ধি। অনেক মানুষ বেকার। এমনকি যারা চাকরি পাচ্ছেন, তারাও পরিবারকে এগিয়ে তোলার মতো যথেষ্ট উপার্জন করতে পারছেন না।
ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।
এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে।
ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভুটানে ভোট গ্রহণ হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রবৃদ্ধির বিপরীতে দেশটির মোট জাতীয় সুখকে (জিএনএইচ) অগ্রাধিকার দেওয়া অনেক দিনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ভুটানে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে গত পাঁচ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে আছে গড়ে ১ দশমিক ৭ শতাংশের মধ্যে। গত কয়েকটি নির্বাচনের সময় থেকে আর্থিক ও শিক্ষাগত সুবিধার সন্ধানে রেকর্ডসংখ্যক তরুণ জনগোষ্ঠী বিদেশে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে অস্ট্রেলিয়ায়। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে পিডিপির ইশতেহারে বলা হয়েছিল, দেশটিতে প্রতি আটজনে একজন খাদ্য ও জরুরি সামগ্রীর প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
মঙ্গলবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের একজন হলেন কারমা (৪৯)। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভুটানের লোকদের সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাদের নিজেদের প্রবৃদ্ধি। অনেক মানুষ বেকার। এমনকি যারা চাকরি পাচ্ছেন, তারাও পরিবারকে এগিয়ে তোলার মতো যথেষ্ট উপার্জন করতে পারছেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগে