Ajker Patrika

৩০০ গাড়ি, প্রাইভেট আর্মি, বিমানবহর: মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তির পাহাড়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৯
৩০০ গাড়ি, প্রাইভেট আর্মি, বিমানবহর: মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তির পাহাড়

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন জোহরের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। মালয়েশিয়ার সিংহাসনে আরোহণ করা ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তাঁর প্রায় ৫৭০ কোটি ডলারের সম্পত্তি ছড়িয়ে আছে দেশের সীমানার বাইরেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে সুলতান ইব্রাহিমের সম্পত্তির ব্যাপারে বলেছে। আবাসন থেকে শুরু করে খনি, টেলিযোগাযোগ, পাম তেলসহ অনেক দিকেই রয়েছে তাঁর রাজত্ব।

বিলাসবহুল বাসভবন ইস্তানা বুকিত সিরিন তাঁর পরিবারের অঢেল ঐশ্বর্যের প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। সুলতান ইব্রাহিমের সংগ্রহে আছে তিন শরও বেশি বিলাসবহুল গাড়ি। অ্যাডলফ হিটলারের উপহার দেওয়া একটি গাড়িও আছে এই তালিকায়। নীল ও সোনালি রঙের বোয়িং ৭৩৭ মডেলসহ তাঁর রয়েছে ব্যক্তিগত বিমানের একটি বহর। সুলতান ইব্রাহিমের পরিবারের একটি প্রাইভেট আর্মিও রয়েছে।

ব্লুমবার্গ অনুসারে, সুলতান ইব্রাহিমের পারিবারিক সম্পত্তির পরিমাণ প্রায় ৫৭০ কোটি ডলার ধরা হলেও সম্পত্তির প্রকৃত পরিমাণ তার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী কোম্পানি ইউ মোবাইলের ২৪ শতাংশ শেয়ারের মালিক সুলতান ইব্রাহিম। অন্যান্য পাবলিক ও প্রাইভেট কোম্পানিতে তাঁর বিনিয়োগের পরিমাণ অন্তত ৫৮ কোটি ৮০ লাখ ডলার।

সুলতান ইব্রাহিমের বাসভবন ইস্তানা বুকিত সিরিনের প্রবেশপথ।এ ছাড়া তিনি সিঙ্গাপুরে ৪০০ কোটি ডলার মূল্যের জমির মালিক—যার মধ্যে রয়েছে টাইরসাল পার্ক, বোটানিক গার্ডেনসংলগ্ন একটি বিস্তৃত এলাকা। শেয়ার এবং আবাসন খাত থেকে আসা বিশাল পরিমাণের অর্থের কারণে সুলতানের বিনিয়োগ পোর্টফোলিওর পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার।

আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার সিংহাসনে সুলতান ইব্রাহিমের অভিষিক্ত হওয়া মালয়েশিয়ার পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। স্পষ্টভাষী হিসেবে তিনি তাঁর পূর্বসূরিদের থেকে অনেকটাই ভিন্ন। সিঙ্গাপুরের নেতৃত্ব এবং চীনা প্রভাবশালী ব্যবসায়িক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাঁকে দেশের ভেতরে ও বাইরে উভয় জায়গায়ই নীতি প্রণয়নে সাহায্য করতে পারে।

ব্যক্তিগত সম্পত্তির বাইরেও মালয়েশিয়ার অর্থনৈতিক দৃশ্যপটে রয়েছে সুলতান ইব্রাহিমের বিস্তৃত প্রভাব। চীনা টাইকুনদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বড় প্রকল্পগুলোতে মালয় সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত