আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। শনিবার দেশটি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমন সময়ে এই পরীক্ষা চালানো হলো—যখন এক মার্কিন সৈন্য ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের পর স্রেফ গায়েব হয়ে গেছে। পাশাপাশি সেই সৈন্য গায়েব হওয়ার পরদিনই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার উপকূলে সাবমেরিন মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে টানাপোড়েন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস (জেসিএস) জানিয়েছে, তারা স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে উত্তর কোরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হতে দেখেছে। জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং দৃঢ় প্রস্তুতির মাধ্যমে নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করেছে।’
শনিবার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটি ঠিক কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ তাদের পাল্লা কেমন তা জানা যায়নি।
এর আগে, গত বুধবার উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির রাজধানী পিয়ংইয়ং থেকে ওই ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র দুটি পতিত হওয়ার আগে গড়ে ৫৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
ক্ষেপণাস্ত্র দুটি যে দূরত্ব অতিক্রম করেছে তা মূলত উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের দূরত্বের সমান। এই বন্দরনগরীতেই মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেনটাকি অবস্থান করছে। ১৯৮০-এর দশকের পর এই প্রথম কোনো মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন দক্ষিণ কোরিয়া সফর করছে।
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। শনিবার দেশটি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমন সময়ে এই পরীক্ষা চালানো হলো—যখন এক মার্কিন সৈন্য ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের পর স্রেফ গায়েব হয়ে গেছে। পাশাপাশি সেই সৈন্য গায়েব হওয়ার পরদিনই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার উপকূলে সাবমেরিন মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে টানাপোড়েন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস (জেসিএস) জানিয়েছে, তারা স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে উত্তর কোরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হতে দেখেছে। জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং দৃঢ় প্রস্তুতির মাধ্যমে নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করেছে।’
শনিবার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটি ঠিক কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ তাদের পাল্লা কেমন তা জানা যায়নি।
এর আগে, গত বুধবার উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির রাজধানী পিয়ংইয়ং থেকে ওই ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র দুটি পতিত হওয়ার আগে গড়ে ৫৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
ক্ষেপণাস্ত্র দুটি যে দূরত্ব অতিক্রম করেছে তা মূলত উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের দূরত্বের সমান। এই বন্দরনগরীতেই মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেনটাকি অবস্থান করছে। ১৯৮০-এর দশকের পর এই প্রথম কোনো মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন দক্ষিণ কোরিয়া সফর করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে