ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামনে কঠিন পথ। ইরানিদের সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাস ছাড়া এই পাড়ি দেওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইটে তিনি এই আহ্বান জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান-অফে। এই রান-অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলি।
প্রথম দফার নির্বাচনেও মাসুদ পেজেশকিয়ান এগিয়ে ছিলেন সাঈদ জালিলির চেয়ে। ইরানের নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুসারে, প্রথম দফার নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজারে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি পেয়েছিলেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় ১ কোটি ৬৩ লাখ ভোট। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলি পেয়েছেন মাত্র ১ কোটি ৩০ লাখের বেশি ভোট। অর্থাৎ, মাসুদ পেজেশকিয়ান প্রায় ৩৩ লাখ ভোটের ব্যবধানে খামেনি সমর্থিত প্রার্থী সাঈদ জালিলিকে হারিয়েছেন।
নিজ এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরানের প্রিয় জনগণ, নির্বাচন শেষ হয়েছে এবং এটি আমাদের সহযোগিতার শুরু মাত্র। আপনাদের সহযোগিতা, সহানুভূতি ও বিশ্বাস ছাড়া সামনের কঠিন পথ মসৃণ হবে না। আমি আপনাদের দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমি আমার সম্মানের শপথ করে বলছি, এই পথে আমি আপনাদের একা রেখে যাব না। আপনারাও আমাকে ছেড়ে যাবেন না দয়া করে।’
এর আগে শনিবার করা আরেক টুইটে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ইরানি জনগণের ব্যাপক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সেই উদ্যমী ও সক্ষম তরুণদের প্রতি, যাঁরা ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে এসেছেন এবং জনগণের সঙ্গে একত্রে ভবিষ্যতে আশা ও আত্মবিশ্বাসের আলোকরশ্মি জ্বালিয়েছেন।’
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামনে কঠিন পথ। ইরানিদের সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাস ছাড়া এই পাড়ি দেওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইটে তিনি এই আহ্বান জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান-অফে। এই রান-অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলি।
প্রথম দফার নির্বাচনেও মাসুদ পেজেশকিয়ান এগিয়ে ছিলেন সাঈদ জালিলির চেয়ে। ইরানের নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুসারে, প্রথম দফার নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজারে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি পেয়েছিলেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় ১ কোটি ৬৩ লাখ ভোট। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলি পেয়েছেন মাত্র ১ কোটি ৩০ লাখের বেশি ভোট। অর্থাৎ, মাসুদ পেজেশকিয়ান প্রায় ৩৩ লাখ ভোটের ব্যবধানে খামেনি সমর্থিত প্রার্থী সাঈদ জালিলিকে হারিয়েছেন।
নিজ এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরানের প্রিয় জনগণ, নির্বাচন শেষ হয়েছে এবং এটি আমাদের সহযোগিতার শুরু মাত্র। আপনাদের সহযোগিতা, সহানুভূতি ও বিশ্বাস ছাড়া সামনের কঠিন পথ মসৃণ হবে না। আমি আপনাদের দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমি আমার সম্মানের শপথ করে বলছি, এই পথে আমি আপনাদের একা রেখে যাব না। আপনারাও আমাকে ছেড়ে যাবেন না দয়া করে।’
এর আগে শনিবার করা আরেক টুইটে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ইরানি জনগণের ব্যাপক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সেই উদ্যমী ও সক্ষম তরুণদের প্রতি, যাঁরা ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে এসেছেন এবং জনগণের সঙ্গে একত্রে ভবিষ্যতে আশা ও আত্মবিশ্বাসের আলোকরশ্মি জ্বালিয়েছেন।’
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৪ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে