Ajker Patrika

বাংলাদেশি জঙ্গি চক্র ভেঙে গেলেও মালয়েশিয়ায় দেশি-বিদেশি হুমকি এখনো আছে: পুলিশ

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে। গেরাকান মিলিটান র‍্যাদিকাল বাংলাদেশ (জিএমআরবি) নামক উগ্রবাদী সংগঠনের ওই চক্রটি মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন, আপাতত একটা চক্র ভেঙে দেওয়া গেলেও এমন আরও চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মালয়েশিয়ার বুকিত আমান পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-১ এর ডেপুটি ডিরেক্টর দাতুক আহমদ রামদান দাউদ নিশ্চিত করেছেন, অভিযুক্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এপ্রিল মাসে শুরু হওয়া সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। তিনি বলেন, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম) এখন নতুন সম্ভাব্য হুমকির দিকে নজর দিচ্ছে, যা স্থানীয় বা বিদেশি, যেকোনো কিছু হতে পারে।

আজ শনিবার রামদান দাউদ বলেন, ‘এ মুহূর্তে আমি বলতে পারি, বাংলাদেশের জন্য হয়তো বিষয়টি শেষ। কিন্তু অন্যদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ধরনের সংগঠন মালয়েশিয়া বা অন্য কোনো দেশি লোকদেরও জড়াতে পারে।’

রামদান আরও বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই উগ্রপন্থী গোষ্ঠী সদস্য সংগ্রহ করছে, যা এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশি উগ্রপন্থীরা যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সদস্য সংগ্রহ বা পরিচয়ের চেষ্টা করছে, তা শনাক্ত করতে আমাদের প্রযুক্তির সত্যিই প্রয়োজন।’

তিনি সতর্ক করে বলেন, তদন্ত এখনো চলছে এবং নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে আর বিস্তারিত জানানো সম্ভব নয়। তিনি বলেন, ‘যাই হোক, বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে আমার পক্ষে বিস্তারিত কিছু বলা কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত