Ajker Patrika

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পথে বিরোধীরা 

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পথে বিরোধীরা 

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে হারতে চলেছে ক্ষমতাসীন দল বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল কনজারভেটিভ পার্টি। বিরোধী দল লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ জয়ের দাবি করেছেন। তবে দেশটির নির্বাচনের সরকারি ফলাফল এখনো ঘোষিত হয়নি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, লেবার পার্টি দেশটির ১৫১ আসন বিশিষ্ট হাউস অব রিপ্রেজেনটেটিভে ৭২ আসনে জয় লাভ করেছে। বিপরীতে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫১টি আসন। লেবার পার্টি জয়ী হলে দলটি দীর্ঘ ৯ বছর পর দেশটির শাসনক্ষমতায় আসবে। 

লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ দলের জয়ে উচ্ছ্বসিত হয়ে শনিবার দলীয় সমর্থক এবং সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ‘অস্ট্রেলীয়রা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। আমি এই বিজয়ে তাদের কাছে ঋণী। আমি মনে করি, জনগণকে অনেকভাবে বিভাজিত কার হয়েছিল, তারা যেটা চায় তা হলো—একত্রে থাকা। আর আমি তাদের ইচ্ছাকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত।’ 

এদিকে, পরাজয় অনেকটাই মেনে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘আমি বিরোধী দলীয় নেতা এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁর বিজয়ে আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি।’ 

এ সময়, স্কট মরিসন দলীয় নেতার পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত