Ajker Patrika

মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবিতে ৬ ইন্দোনেশিয়ান নারীর মৃত্যু

মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবিতে ৬ ইন্দোনেশিয়ান নারীর মৃত্যু

মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ছয় ইন্দোনেশিয়ান নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতেরা অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন। 

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে আসা একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৩ জন যাত্রী ছিলেন। 

মালয়েশিয়ার কোস্টগার্ডের কর্মকর্তা নুরুল হিজাম জাকারিয়া গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন, জেলেরা উপকূল থেকে খুব দূরে ছয়জনকে জীবিত খুঁজে পাওয়ার পর ঘটনাটি জানায়। 

পরে কর্তৃপক্ষ ও জেলেদের তৎপরতায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়। 

নুরুল হিজাম জানান, নৌকাটির রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃতরা মানব পাচারের সঙ্গে জড়িত। 

গত মাসেও মালয়েশিয়ার জোহর দ্বীপে নৌকাডুবির ঘটনায় ২১ ইন্দোনেশিয়ান অভিবাসীর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত