ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।'
এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব।
নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।
ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।'
এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব।
নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১০ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
২ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৩ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা সপ্তম দিনের মতো গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার গভীর রাতে কাশ্মীরে বিবদমান সীমান্তে এই গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে