ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।'
এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব।
নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।
ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।'
এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব।
নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
২ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
৪ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
৪ ঘণ্টা আগে