তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির অঞ্চলের একটি জেলা সেফেরিহিসার। এই জেলারই একটি থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়েছেন স্থানীয় কিছু নারী। তাঁরা আবিষ্কার করেছেন, শিল্পের শক্তির ভেতরেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস এবং সামাজিক মিথস্ক্রিয়া।
বৃহস্পতিবার ডেইলি সাবাহ জানিয়েছে, ইজমিরের গ্রাম থিয়েটার শিল্পের অন্তর্ভুক্ত ‘উর্কমেজ’ নামে ওই থিয়েটারে সব বয়সী নারী-পুরুষ অংশ নিতে পারেন। থিয়েটারের নারীদের একজন হলেন ৭৫ বছর বয়সী আয়ে দুরুক। নিজের মেয়ে এবং নাতনির সঙ্গে তিনি ওই থিয়েটারে যোগ দিয়েছিলেন।
আয়ে দুরুক জানিয়েছেন, অতীতে তিনি গ্রামের কফিহাউসের পাশ দিয়ে হাঁটতে গেলেও লজ্জা পেতেন। এখন সেই কফিহাউসে তিনি একজন সম্মানিত মানুষ। দুরুক বলেন, ‘আগে আমি কফিহাউসের পাশ দিয়ে যেতে ইতস্তত বোধ করতাম। কিন্তু থিয়েটারে যোগ দেওয়ার পর আমি সেখানে অভিনয়ও করেছি। লোকেরা আমাকে চিনেছেন এবং আমাকে সম্মানের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি।’
থিয়েটারের আরেক সদস্য ৮৫ বছরের মুজগান হাসদেমির। ৬৫ বছর সংসার করার পর পাঁচ মাস আগেই তিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। উর্কমেজ থিয়েটারে যোগ দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মুজগান। তিনি বলেন, ‘স্বামীকে হারানোর পর, আমি শূন্যতা অনুভব করেছিলাম। পরে তুর্কি শাস্ত্রীয় সংগীতের কোর্সে যোগ দিয়েছিলাম এবং এই থিয়েটার সম্পর্কে শুনেছিলাম। অভিনয় আমার দিগন্তকে প্রশস্ত করেছে। আগে নিজেকে খুব ছোট মনে হতো। এই থিয়েটারে গত সপ্তাহেই আমার ৮৫ তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।’
উর্কমেজ থিয়েটারে যোগ দিয়েই সন্তান হারানোর দুঃখ ভুলতে পেরেছেন ৭৪ বছর বয়সী এমিন কির। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার দুঃখের কারণে আমি এটা করতে পারব না। কিন্তু এখানে এখন তিন বছর ধরে আছি। আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমি আবার ২৫ বছর বয়স অনুভব করি। আমি হয়তো শিক্ষিত নই, তবে আমি নিজের ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করি।’
৫৯ বছর বয়সী গুলে এরদোগান ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিবিড় পরিচর্যা ইউনিটে ৪৭ দিন থাকার পরও তিনি ওই থিয়েটার গ্রুপে যোগ দিয়েছিলেন। গুলে জানান, থিয়েটার তাঁকে সুস্থ হতে সাহায্য করছে। তিনি বলেন, ‘সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে এটি আমাকে শক্তি দিয়েছে।’
উর্কমেজ থিয়েটারের একজন পুরুষ অভিনেতা হলেন তেজকান আলকুত। তাঁর বয়স ৮১ বছর। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালে এই দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ‘থিয়েটার আমার যৌবনের আবেগ ছিল। উর্কমেজে আমি এটিকে পেয়েছি। এখানে আমার থেরাপি হয়ে গেছে।’
উর্কমেজ থিয়েটারের কার্যকলাপ সম্পর্কে ইজমিরের গ্রাম থিয়েটার আর্ট কোঅর্ডিনেটর ভেদাত মুরাত গুজেল বলেন, ‘আমাদের অডিশন নেই। আমরা বিশ্বাস করি, মঞ্চে প্রত্যেকেরই একটি নিজস্ব জায়গা আছে। এই নাটকগুলো শুধুমাত্র অভিনয় নয়, অংশগ্রহণকারীদের জন্য একটি থেরাপিরও অংশ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক কার্যকলাপ, যা সমাজকে শক্তিশালী করে।’
থিয়েটার গ্রুপটি মূলত নারীদের গল্পকেই মঞ্চে নিয়ে আসার দিকে মনোনিবেশ করে। গুজেল বলেন, ‘আমরা এমন নাটক নির্বাচন করি, যা নারীদের সমস্যা সমাধান করে এবং আমরা নারীদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করি। নারীরা থিয়েটারের মাধ্যমে তাদের কণ্ঠস্বর খুঁজে পায় এবং আরও পরিণত হয়। কথা বলার সাহস পায়।’
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির অঞ্চলের একটি জেলা সেফেরিহিসার। এই জেলারই একটি থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়েছেন স্থানীয় কিছু নারী। তাঁরা আবিষ্কার করেছেন, শিল্পের শক্তির ভেতরেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস এবং সামাজিক মিথস্ক্রিয়া।
বৃহস্পতিবার ডেইলি সাবাহ জানিয়েছে, ইজমিরের গ্রাম থিয়েটার শিল্পের অন্তর্ভুক্ত ‘উর্কমেজ’ নামে ওই থিয়েটারে সব বয়সী নারী-পুরুষ অংশ নিতে পারেন। থিয়েটারের নারীদের একজন হলেন ৭৫ বছর বয়সী আয়ে দুরুক। নিজের মেয়ে এবং নাতনির সঙ্গে তিনি ওই থিয়েটারে যোগ দিয়েছিলেন।
আয়ে দুরুক জানিয়েছেন, অতীতে তিনি গ্রামের কফিহাউসের পাশ দিয়ে হাঁটতে গেলেও লজ্জা পেতেন। এখন সেই কফিহাউসে তিনি একজন সম্মানিত মানুষ। দুরুক বলেন, ‘আগে আমি কফিহাউসের পাশ দিয়ে যেতে ইতস্তত বোধ করতাম। কিন্তু থিয়েটারে যোগ দেওয়ার পর আমি সেখানে অভিনয়ও করেছি। লোকেরা আমাকে চিনেছেন এবং আমাকে সম্মানের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি।’
থিয়েটারের আরেক সদস্য ৮৫ বছরের মুজগান হাসদেমির। ৬৫ বছর সংসার করার পর পাঁচ মাস আগেই তিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। উর্কমেজ থিয়েটারে যোগ দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মুজগান। তিনি বলেন, ‘স্বামীকে হারানোর পর, আমি শূন্যতা অনুভব করেছিলাম। পরে তুর্কি শাস্ত্রীয় সংগীতের কোর্সে যোগ দিয়েছিলাম এবং এই থিয়েটার সম্পর্কে শুনেছিলাম। অভিনয় আমার দিগন্তকে প্রশস্ত করেছে। আগে নিজেকে খুব ছোট মনে হতো। এই থিয়েটারে গত সপ্তাহেই আমার ৮৫ তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।’
উর্কমেজ থিয়েটারে যোগ দিয়েই সন্তান হারানোর দুঃখ ভুলতে পেরেছেন ৭৪ বছর বয়সী এমিন কির। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার দুঃখের কারণে আমি এটা করতে পারব না। কিন্তু এখানে এখন তিন বছর ধরে আছি। আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমি আবার ২৫ বছর বয়স অনুভব করি। আমি হয়তো শিক্ষিত নই, তবে আমি নিজের ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করি।’
৫৯ বছর বয়সী গুলে এরদোগান ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিবিড় পরিচর্যা ইউনিটে ৪৭ দিন থাকার পরও তিনি ওই থিয়েটার গ্রুপে যোগ দিয়েছিলেন। গুলে জানান, থিয়েটার তাঁকে সুস্থ হতে সাহায্য করছে। তিনি বলেন, ‘সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে এটি আমাকে শক্তি দিয়েছে।’
উর্কমেজ থিয়েটারের একজন পুরুষ অভিনেতা হলেন তেজকান আলকুত। তাঁর বয়স ৮১ বছর। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালে এই দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ‘থিয়েটার আমার যৌবনের আবেগ ছিল। উর্কমেজে আমি এটিকে পেয়েছি। এখানে আমার থেরাপি হয়ে গেছে।’
উর্কমেজ থিয়েটারের কার্যকলাপ সম্পর্কে ইজমিরের গ্রাম থিয়েটার আর্ট কোঅর্ডিনেটর ভেদাত মুরাত গুজেল বলেন, ‘আমাদের অডিশন নেই। আমরা বিশ্বাস করি, মঞ্চে প্রত্যেকেরই একটি নিজস্ব জায়গা আছে। এই নাটকগুলো শুধুমাত্র অভিনয় নয়, অংশগ্রহণকারীদের জন্য একটি থেরাপিরও অংশ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক কার্যকলাপ, যা সমাজকে শক্তিশালী করে।’
থিয়েটার গ্রুপটি মূলত নারীদের গল্পকেই মঞ্চে নিয়ে আসার দিকে মনোনিবেশ করে। গুজেল বলেন, ‘আমরা এমন নাটক নির্বাচন করি, যা নারীদের সমস্যা সমাধান করে এবং আমরা নারীদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করি। নারীরা থিয়েটারের মাধ্যমে তাদের কণ্ঠস্বর খুঁজে পায় এবং আরও পরিণত হয়। কথা বলার সাহস পায়।’
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১০ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে