Ajker Patrika

ভিয়েতনামে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নুডলস বিক্রেতা গ্রেপ্তার

ভিয়েতনামে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নুডলস বিক্রেতা গ্রেপ্তার

ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।

বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।

এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।

হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’

উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত