ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৬ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে