মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং-৭৭৭ ফ্লাইটে মারামারিতে জড়িয়েছিলেন দুই যাত্রী। তাঁদের মারামারির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ের এক যুবক সিটে বসে থাকা আরেক যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় বসে থাকা ওই যাত্রীর সঙ্গে তিনি মারামারিতে জড়ান। বসে থাকা যাত্রীও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় অন্য আরেক ব্যক্তি এসে তাঁদের মারামারি থামান। তবে ভিডিওতে বসে থাকা ওই যাত্রীর চেহারা দেখা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্লাইটটি কোথায় যাচ্ছিল সেটি জানা যায়নি এবং মারামারির কারণ সম্পর্কেও জানা যায়নি। টুইটারে বিতাঙ্কো বিশ্বাস নামের অন্য এক যাত্রী ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
একজন লেখেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে এটি একটি বড় সমস্যা। নিম্ন শ্রেণির লোকদের বিদেশে চাকরি দেওয়া হয়, কিন্তু সভ্যতার কোনো শিক্ষা তাঁদের মধ্যে নেই। আমি নিশ্চিত এসব ঘটনা ঘটতে থাকবে। তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
আরেকজন লেখেন, ‘আজকাল ফ্লাইটেও কোনো মান নেই। এয়ার হোস্টেস ও সহযাত্রীর সঙ্গে শিক্ষিত বা অশিক্ষিত সবাই অভদ্র আচরণ করছে। এটি বিমান ও যাত্রীদের জন্য সুখকর নয়।
মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং-৭৭৭ ফ্লাইটে মারামারিতে জড়িয়েছিলেন দুই যাত্রী। তাঁদের মারামারির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ের এক যুবক সিটে বসে থাকা আরেক যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় বসে থাকা ওই যাত্রীর সঙ্গে তিনি মারামারিতে জড়ান। বসে থাকা যাত্রীও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় অন্য আরেক ব্যক্তি এসে তাঁদের মারামারি থামান। তবে ভিডিওতে বসে থাকা ওই যাত্রীর চেহারা দেখা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্লাইটটি কোথায় যাচ্ছিল সেটি জানা যায়নি এবং মারামারির কারণ সম্পর্কেও জানা যায়নি। টুইটারে বিতাঙ্কো বিশ্বাস নামের অন্য এক যাত্রী ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
একজন লেখেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে এটি একটি বড় সমস্যা। নিম্ন শ্রেণির লোকদের বিদেশে চাকরি দেওয়া হয়, কিন্তু সভ্যতার কোনো শিক্ষা তাঁদের মধ্যে নেই। আমি নিশ্চিত এসব ঘটনা ঘটতে থাকবে। তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
আরেকজন লেখেন, ‘আজকাল ফ্লাইটেও কোনো মান নেই। এয়ার হোস্টেস ও সহযাত্রীর সঙ্গে শিক্ষিত বা অশিক্ষিত সবাই অভদ্র আচরণ করছে। এটি বিমান ও যাত্রীদের জন্য সুখকর নয়।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে