Ajker Patrika

মাঝ আকাশে ফ্লাইটে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১: ৩৮
মাঝ আকাশে ফ্লাইটে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং-৭৭৭ ফ্লাইটে মারামারিতে জড়িয়েছিলেন দুই যাত্রী। তাঁদের মারামারির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ের এক যুবক সিটে বসে থাকা আরেক যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় বসে থাকা ওই যাত্রীর সঙ্গে তিনি মারামারিতে জড়ান। বসে থাকা যাত্রীও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় অন্য আরেক ব্যক্তি এসে তাঁদের মারামারি থামান। তবে ভিডিওতে বসে থাকা ওই যাত্রীর চেহারা দেখা যায়নি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্লাইটটি কোথায় যাচ্ছিল সেটি জানা যায়নি এবং মারামারির কারণ সম্পর্কেও জানা যায়নি। টুইটারে বিতাঙ্কো বিশ্বাস নামের অন্য এক যাত্রী ভিডিওটি শেয়ার করেন। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। 

একজন লেখেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে এটি একটি বড় সমস্যা। নিম্ন শ্রেণির লোকদের বিদেশে চাকরি দেওয়া হয়, কিন্তু সভ্যতার কোনো শিক্ষা তাঁদের মধ্যে নেই। আমি নিশ্চিত এসব ঘটনা ঘটতে থাকবে। তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’ 

আরেকজন লেখেন, ‘আজকাল ফ্লাইটেও কোনো মান নেই। এয়ার হোস্টেস ও সহযাত্রীর সঙ্গে শিক্ষিত বা অশিক্ষিত সবাই অভদ্র আচরণ করছে। এটি বিমান ও যাত্রীদের জন্য সুখকর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত