Ajker Patrika

জনসমক্ষে নেচে ইরানে দুই তরুণী গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৫: ৪৮
জনসমক্ষে নেচে ইরানে দুই তরুণী গ্রেপ্তার

প্রকাশ্যে জনসমক্ষে নেচে ইরানের রাজধানী তেহরান থেকে দুই তরুণী গ্রেপ্তার হয়েছেন। আগামী ২০ মার্চ ফার্সি নববর্ষ নওরোজ বরণের প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা নাচের অনুশীলন করছিলেন। সেই অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইরানি সংস্কৃতির বিখ্যাত কাল্পনিক চরিত্র হাজি ফিরোজের পোশাকের মতো করে লাল রঙা পোশাক পরে দুই তরুণী তেহরান শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে কোমর দুলিয়ে নাচছেন। 

তাসনিম নিউজের বরাতে এএফপি বলেছে, তাজরিশ স্কয়ারে নাচার মাধ্যমে দুই তরুণী ‘সামাজিক মূল্যবোধ ভেঙেছেন’ অভিযোগ এনে তেহরানের সরকারি কৌঁসুলি তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

ইরানে ইসলামি শরিয়া আইন অনুসরণ করা হয়। সেই আইন অনুসারে জনসমক্ষে নাচা তো বটেই, নারীদের একা একা ঘোরাও নিষিদ্ধ। 

তবু বিগত কয়েক মাসে দেশটিতে জনপরিসরে বিশেষ করে মেট্রো রেলে তরুণীদের নাচার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এসব ভিডিও ছড়িয়ে পড়ছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত