রাশিয়ার ভূখণ্ডসংলগ্ন মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার খুব কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিচ্ছিল চীন ও রাশিয়ার দুটি করে বোমারু বিমান। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী চীনা ও রুশ বিমানগুলোকে বাধা দেয়। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইতিহাসে এই প্রথমবারের মতো জানা গেল যে, উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের খুব কাছে কোনো রুশ ও চীন বোমারু বিমান যৌথভাবে টহল দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি নিঃসন্দেহে মার্কিন সমর কর্মকর্তাদের মাথায় বাড়তি দুশ্চিন্তার জোগান দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি যুদ্ধবিমান রাশিয়ার দুটি টুপোলভ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ও চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় শনাক্ত করে এবং মার্কিন আকাশসীমার দিকে যেতে বাধা দেয়।
দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, এই চার যুদ্ধবিমান বা বোমারু বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি বিমানগুলো কোনো হুমকিও তৈরি করেনি। পরে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি কোনো ‘চমক’ ছিল বলেও জানান। তিনি বলেন, চীন-রাশিয়া অনেক দিন ধরেই এমন কার্যক্রমের পরিকল্পনা করে আসছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ মহড়া পাঁচ ঘণ্টারও বেশি সময় চলেছে কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার বাধার মুখে তা দ্রুত শেষ করা হয়। তাঁরা আরও বলেছে, এটি এমন একটি মহড়া, যেখানে দেশ (রাশিয়া) নিজের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্য একটি দেশের যুদ্ধবিমানের পাশাপাশি নিজেদের বিমানও উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় কার্যকর এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোন (এডিআইজেড) প্রথম এই কৌশলগত বোমারু বিমানগুলোকে শনাক্ত করে। যখন শনাক্ত করা হয় তখন চীন ও রাশিয়ার বোমারু বিমানগুলো আলাস্কা উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
রাশিয়ার ভূখণ্ডসংলগ্ন মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার খুব কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিচ্ছিল চীন ও রাশিয়ার দুটি করে বোমারু বিমান। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী চীনা ও রুশ বিমানগুলোকে বাধা দেয়। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইতিহাসে এই প্রথমবারের মতো জানা গেল যে, উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের খুব কাছে কোনো রুশ ও চীন বোমারু বিমান যৌথভাবে টহল দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি নিঃসন্দেহে মার্কিন সমর কর্মকর্তাদের মাথায় বাড়তি দুশ্চিন্তার জোগান দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি যুদ্ধবিমান রাশিয়ার দুটি টুপোলভ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ও চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় শনাক্ত করে এবং মার্কিন আকাশসীমার দিকে যেতে বাধা দেয়।
দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, এই চার যুদ্ধবিমান বা বোমারু বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি বিমানগুলো কোনো হুমকিও তৈরি করেনি। পরে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি কোনো ‘চমক’ ছিল বলেও জানান। তিনি বলেন, চীন-রাশিয়া অনেক দিন ধরেই এমন কার্যক্রমের পরিকল্পনা করে আসছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ মহড়া পাঁচ ঘণ্টারও বেশি সময় চলেছে কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার বাধার মুখে তা দ্রুত শেষ করা হয়। তাঁরা আরও বলেছে, এটি এমন একটি মহড়া, যেখানে দেশ (রাশিয়া) নিজের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্য একটি দেশের যুদ্ধবিমানের পাশাপাশি নিজেদের বিমানও উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় কার্যকর এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোন (এডিআইজেড) প্রথম এই কৌশলগত বোমারু বিমানগুলোকে শনাক্ত করে। যখন শনাক্ত করা হয় তখন চীন ও রাশিয়ার বোমারু বিমানগুলো আলাস্কা উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে