Ajker Patrika

এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল সিঙ্গাপুর

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১২: ১৯
এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল সিঙ্গাপুর

সিঙ্গাপুর আজ শনিবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকার মধ্যে রয়েছে কৌশলগত জিনিসপত্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও আর্থিক ব্যবস্থা। মার্কিন গণমাধ্যম সিএনএন সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা অস্ত্র রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করব। কারণ অস্ত্রগুলো ইউক্রেনীয়দের ক্ষতি করতে পারে। একই সঙ্গে আক্রমণাত্মক সাইবার অপারেশনে অবদান রাখতে পারে এই কৌশলগত অস্ত্রগুলো।’ 

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনান এর আগে সংসদে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যথাযথ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করার জন্য অন্যান্য সমমনা দেশের সঙ্গে একযোগে কাজ করবে সিঙ্গাপুর। 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কিছু ব্যাংকের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ, আর্থিক লেনদেনের ওপর সীমা আরোপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করতে পারে এমন পরিষেবাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। 

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত