Ajker Patrika

ঈদের আগের রাতে ইরাকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩৫

আপডেট : ২১ জুলাই ২০২১, ১১: ১৭
ঈদের আগের রাতে ইরাকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনী ও স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ঈদের আগের দিন এই হামলার ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক সে সময় হামলাটি চালানো হয়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে ৬০ জনের বেশি মানুষ এ হামলায় আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে ছিল। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

হামলার ঘটনার পর দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি। 

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে। 

নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ। তিনি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

টুইট বার্তায় তিনি বলেন, বেসামরিক লোকদের ঈদের আগের দিন এভাবে হত্যা করে তাঁরা জঘন্য অপরাধ করেছে। সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরাকের তাইয়ারান স্কয়ারে বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত