লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। লেবাননের রেডক্রসের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।
এক টুইট বার্তায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।'
টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। লেবাননের রেডক্রসের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।
এক টুইট বার্তায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।'
টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
১ ঘণ্টা আগেব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট শিগগিরই পরিবার-পরিজন নিয়ে উইন্ডসরে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। এই বছরই তাঁরা তাঁদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসকে নিয়ে উইন্ডসর গ্রেট পার্কের সবুজঘেরা ফরেস্ট লজে উঠবেন বলে ব্রিটেনের সংবাদ সংস্থা পিএ মিডিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগেআগামীকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এ বৈঠকে জেলেনস্কিকে সঙ্গে নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও
২ ঘণ্টা আগেগাজার দক্ষিণাঞ্চলের জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর টানা ছয় দিনের বিমান হামলা ও গোলাবর্ষণের মুখে হাজার হাজার মানুষ গাজা সিটি ছেড়ে পালাচ্ছে। স্থানীয় হামাস-নিয়ন্ত্রিত পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’।
২ ঘণ্টা আগে