করোনা মহামারির শুরুতে ২০২০ সালে বিদেশি পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করেছিল উত্তর কোরিয়া। মহামারি শেষ হলেও এখনো বিদেশিদের জন্য সম্পূর্ণরূপে খোলা হয়নি সীমান্ত। এবার প্রায় চার বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার একটি পর্যটক দল প্রবেশ করতে যাচ্ছে দেশটিতে।
রাশিয়ার প্রাদেশিক কর্তৃপক্ষ এবং একটি পশ্চিমা ট্যুর গাইডের পোস্টের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, বিশ্বের অন্যতম কঠিন সীমান্ত কড়াকড়ির দেশ উত্তর কোরিয়ায় প্রায় চার বছর পর প্রথমবারের প্রবেশ করতে যাচ্ছে পর্যটকেরা।
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় অঞ্চল প্রিমর্স্কি ক্রাইয়ের গভর্নর গত ডিসেম্বরে আলোচনার জন্য পিয়ংইয়ং সফর করেছিলেন। তখনই এই ভ্রমণের সূচি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভ্লাদিভোস্টক-ভিত্তিক একটি ভ্রমণ এজেন্সি। রুশ আঞ্চলিক সরকার এ সপ্তাহে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেছে।
ভ্রমণসূচি অনুসারে, চার দিনের সফরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। পিয়ংইয়ংয়ে বিরতির সঙ্গে এই ভ্রমণে একটি স্কি রিসোর্টও অন্তর্ভুক্ত থাকবে।
বেইজিংভিত্তিক কোরিও ট্যুরসের মহাব্যবস্থাপক সাইমন ককেরেল রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়ায় তার অংশীদাররা নিশ্চিত করেছে যে, বিশেষ পরিস্থিতিতে রুশ পর্যটকেরা এই সফরে যাচ্ছে। তিনি বলেন, এটা অবশ্যই একটি ভালো ইঙ্গিত। এর মাধ্যমে উত্তর কোরিয়ার দ্বার উন্মুক্ত হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। যেখানে চার বছরের বেশি সময় কোনো পর্যটক প্রবেশ করেনি সেখানে এমন উদ্যোগ অবশ্যই ইতিবাচক।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে পূর্ব রাশিয়ায় এক বৈঠকে মিলিত হন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে পর্যটন এর আওতার বাইরে।
সিউলভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ বলেছে, করোনা মহামারি শুরুর এক বছর আগে উত্তর কোরিয়া দেখেছিল চীনা পর্যটকদের ঢেউ। নগদ অর্থের সংকটে ধুঁকতে থাকা দেশটি কেবল চীনা পর্যটকদের দ্বারাই প্রায় সাড়ে ১৭ কোটি ডলার অতিরিক্ত রাজস্ব পেয়েছিল।
করোনা মহামারির শুরুতে ২০২০ সালে বিদেশি পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করেছিল উত্তর কোরিয়া। মহামারি শেষ হলেও এখনো বিদেশিদের জন্য সম্পূর্ণরূপে খোলা হয়নি সীমান্ত। এবার প্রায় চার বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার একটি পর্যটক দল প্রবেশ করতে যাচ্ছে দেশটিতে।
রাশিয়ার প্রাদেশিক কর্তৃপক্ষ এবং একটি পশ্চিমা ট্যুর গাইডের পোস্টের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, বিশ্বের অন্যতম কঠিন সীমান্ত কড়াকড়ির দেশ উত্তর কোরিয়ায় প্রায় চার বছর পর প্রথমবারের প্রবেশ করতে যাচ্ছে পর্যটকেরা।
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় অঞ্চল প্রিমর্স্কি ক্রাইয়ের গভর্নর গত ডিসেম্বরে আলোচনার জন্য পিয়ংইয়ং সফর করেছিলেন। তখনই এই ভ্রমণের সূচি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভ্লাদিভোস্টক-ভিত্তিক একটি ভ্রমণ এজেন্সি। রুশ আঞ্চলিক সরকার এ সপ্তাহে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেছে।
ভ্রমণসূচি অনুসারে, চার দিনের সফরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। পিয়ংইয়ংয়ে বিরতির সঙ্গে এই ভ্রমণে একটি স্কি রিসোর্টও অন্তর্ভুক্ত থাকবে।
বেইজিংভিত্তিক কোরিও ট্যুরসের মহাব্যবস্থাপক সাইমন ককেরেল রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়ায় তার অংশীদাররা নিশ্চিত করেছে যে, বিশেষ পরিস্থিতিতে রুশ পর্যটকেরা এই সফরে যাচ্ছে। তিনি বলেন, এটা অবশ্যই একটি ভালো ইঙ্গিত। এর মাধ্যমে উত্তর কোরিয়ার দ্বার উন্মুক্ত হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। যেখানে চার বছরের বেশি সময় কোনো পর্যটক প্রবেশ করেনি সেখানে এমন উদ্যোগ অবশ্যই ইতিবাচক।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে পূর্ব রাশিয়ায় এক বৈঠকে মিলিত হন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে পর্যটন এর আওতার বাইরে।
সিউলভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ বলেছে, করোনা মহামারি শুরুর এক বছর আগে উত্তর কোরিয়া দেখেছিল চীনা পর্যটকদের ঢেউ। নগদ অর্থের সংকটে ধুঁকতে থাকা দেশটি কেবল চীনা পর্যটকদের দ্বারাই প্রায় সাড়ে ১৭ কোটি ডলার অতিরিক্ত রাজস্ব পেয়েছিল।
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
২ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে