Ajker Patrika

ইরাক-সিরিয়ায় মার্কিনিদের ওপর হামলা, আহত ২

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৪৮
ইরাক-সিরিয়ায় মার্কিনিদের ওপর হামলা, আহত ২

ইরাক–সিরিয়ায় রকেট ও ড্রোন হামলায় দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন। গত বুধবার এই হামলাগুলো চালানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকে আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা হয়। ওই হামলায় কমপক্ষে দুই মার্কিনি কর্মী আহত হন।

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মারোত্তো এই হামলার বিষয়ে বলেন, আইন আল আসাদে মার্কিন বিমানঘাঁটিতে দুই মার্কিনি কর্মী আহত হয়েছেন।

এদিকে ইরাকের মার্কিন দূতাবাসের গ্রিন জোনে আজ বৃহস্পতিবার ভোরে দুটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র–সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষ থেকে বলা হয়, ইরাক ও সিরিয়া সীমান্ত এলাকায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। গত ২৮ জুনের হামলায় কেউ হতাহত হয়নি।

প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত