Ajker Patrika

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৫৪
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন হয় আবের। তবে এ আয়োজন নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে ঘোর আপত্তি ছিল। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর ১৯ বার গান স্যালুটের মাধ্যমে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়। দেশটিতে গত ৫৫ বছরের মধ্যে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হলো। 

আবের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায়। তাঁর দেহভস্ম রাজধানী টোকিওর নিপ্পন বুডোকান হলে নিয়ে যান তাঁর স্ত্রী আকি। এ সময় সামরিক ব্যান্ডের সংগীত ও গার্ড অব অনারের শব্দ হলের ভেতরে প্রতিধ্বনিত হয়। 

এদিকে এই শেষকৃত্য আয়োজন নিয়ে জাপানের সাধারণ মানুষের ঘোর আপত্তি ছিল। তবে দীর্ঘদিন দেশের জন্য কাজ করে যাওয়া শিনজো আবের এই রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিওজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য। জাপানে চরম মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এই অনুষ্ঠানের বিরোধিতা করে গেল কয়েক দিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ। 

উল্লেখ্য, গত ৮ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত