Ajker Patrika

ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী চীন 

ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী চীন 

আবারও ইউক্রেন সংকট সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ও শান্তির বাণী প্রচারে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক এবং প্রয়োজনে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করতে ইচ্ছুক তাঁরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীন ইউক্রেনে মানবিক সংকট সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। চীনা রেড ক্রস ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেনে প্রথম চালানের সহায়তা প্রদান করবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইউক্রেন সংকট শুরুর পর এই প্রথম চীন এমন সাহায্যের ঘোষণা দিল। 

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, চীন-রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘পাথরের মতো শক্ত’ বলে আখ্যা দিয়েছেন বলেছেন, এই দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা অতি উজ্জ্বল। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে এই ধরনের ‘মানবিক পদক্ষেপ’ অবশ্যই নিরপেক্ষ ও এই ক্ষেত্রে সব দেশের উচিত এই বিষয়ে নিরপেক্ষতার নীতিগুলি মেনে চলা। মানবিক বিষয়গুলো নিয়ে রাজনীতি করাও উচিত নয় বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‘চীন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ও শান্তির বাণী প্রচারে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক এবং প্রয়োজনে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করতে ইচ্ছুক।’ 

চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা করতে বা এটিকে ‘আগ্রাসন’ বলতে অস্বীকার করেছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ‘নিরাপত্তার বিষয়ে বৈধ উদ্বেগ’কে সম্মান করতে আহ্বান জানিয়েছে। 

ইউক্রেন সংকট প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ‘ইউক্রেন পরিস্থিতি’ জটিল কিছু কারণে সৃষ্টি হতে পেরেছে। রাতারাতিই এমন অবস্থার সৃষ্টি হয়নি বোঝাতে ওয়াং ই একটি ঐতিহ্যবাহী চীনা প্রবাদ উল্লেখ করে বলেছেন, ‘এক দিনে তিন ফুট পুরু বরফ তৈরি হতে পারে না।’ 

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন—চীন ও রাশিয়া উভয় দেশই তাঁদের কৌশলগত সম্পর্ক বজায় রাখবে এবং আগামী দিনে সমন্বয়ের মাধ্যমে কৌশলগত অংশীদারত্বকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাবে।’ 

উল্লেখ্য, গত মাসে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ের লক্ষ্যে একটি বিস্তৃত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। স্মারকে বলা হয়, দুই দেশের মধ্যে ‘সহযোগিতার কোনো নিষিদ্ধ ক্ষেত্র’ থাকবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত