ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা তিনি। ফিলিপিনো প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে সারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সারার পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র শেলয় গ্যারাফিল বলেছেন, তিনি শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না। তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।
ফিলিপিনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দুতার্তে দেশটির ন্যাশনাল টাস্কফোর্সের ভাইস চেয়ারপারসন হিসেবেও আর দায়িত্ব পালন করবেন না। এই টাস্কফোর্স দেশটির অস্ত্রধারী সমাজতান্ত্রিক সংগঠনগুলোর সংঘাত শেষ করতে কাজ করছে। সারার পদত্যাগপত্র ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে বলেও জানা গেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, কী কারণে নিজের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন—সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন সারা।
একটি পৃথক সংবাদ সম্মেলনে সারা অবশ্য মত দিয়েছেন—নিজের দুর্বলতার কারণে নয় বরং শিক্ষক এবং তরুণদের জন্য সত্যিকারের উদ্বেগের কারণেই তিনি পদত্যাগ করেছেন।
সারার পদত্যাগের পর তাঁর দায়িত্বে কে আসছেন, সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্টের প্রাসাদ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সারার আকস্মিক পদত্যাগ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এবং তাঁদের জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।
দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমল শেষ হওয়ার পর ২০২২ সালে দুতার্তে ও মার্কোস পরিবার একটি কৌশলগত জোট গঠন করেছিল। সেই অনুযায়ী, সারা দুতার্তে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের এই জোট নির্বচনে বড় সাফল্য দেখেছিল এবং তাঁরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সিনিয়র মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, সারা এবং মার্কোসের জোটে ভাঙন ধরবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কেউ ভাবেনি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা তিনি। ফিলিপিনো প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে সারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সারার পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র শেলয় গ্যারাফিল বলেছেন, তিনি শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না। তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।
ফিলিপিনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দুতার্তে দেশটির ন্যাশনাল টাস্কফোর্সের ভাইস চেয়ারপারসন হিসেবেও আর দায়িত্ব পালন করবেন না। এই টাস্কফোর্স দেশটির অস্ত্রধারী সমাজতান্ত্রিক সংগঠনগুলোর সংঘাত শেষ করতে কাজ করছে। সারার পদত্যাগপত্র ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে বলেও জানা গেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, কী কারণে নিজের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন—সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন সারা।
একটি পৃথক সংবাদ সম্মেলনে সারা অবশ্য মত দিয়েছেন—নিজের দুর্বলতার কারণে নয় বরং শিক্ষক এবং তরুণদের জন্য সত্যিকারের উদ্বেগের কারণেই তিনি পদত্যাগ করেছেন।
সারার পদত্যাগের পর তাঁর দায়িত্বে কে আসছেন, সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্টের প্রাসাদ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সারার আকস্মিক পদত্যাগ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এবং তাঁদের জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।
দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমল শেষ হওয়ার পর ২০২২ সালে দুতার্তে ও মার্কোস পরিবার একটি কৌশলগত জোট গঠন করেছিল। সেই অনুযায়ী, সারা দুতার্তে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের এই জোট নির্বচনে বড় সাফল্য দেখেছিল এবং তাঁরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সিনিয়র মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, সারা এবং মার্কোসের জোটে ভাঙন ধরবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কেউ ভাবেনি।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
৮ ঘণ্টা আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
৯ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
৯ ঘণ্টা আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১০ ঘণ্টা আগে