দক্ষিণ কোরিয়ার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বয়স গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয় জন্মের সময় মানুষের বয়স এক বছর। এরপর প্রতিবছরের জানুয়ারি মাসের ১ তারিখে এক বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনো যোগসূত্র থাকে না। যা আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতির মতো নয়। দেশটির আইনপ্রণেতারা বয়স গণনার এ পদ্ধতি সংশোধনের জন্য একটি বিল অনুমোদন করেছেন। এতে দেশের অধিকাংশ নাগরিকের বয়সও এক থেকে দুই বছর করে কমবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ দেশটিতে নতুন এই আইনের প্রচলন হয়েছে। যার ফলে সবাইকে এখন বয়স গণনার আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে। যা প্রচলিত প্রথার স্থলাভিষিক্ত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বয়স গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয়, জন্মের সময় মানুষের বয়স এক বছর এবং তার জীবনের পরবর্তী বছরগুলোতে জানুয়ারি মাসের ১ তারিখে এক বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনো যোগসূত্র থাকে না।
আইনি ও মেডিকেল নথিতে দেশটি ৬০-এর দশক থেকে জন্মের সময় শূন্য ও জন্মদিনে এক বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে। কিন্তু তা সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছে।
২০২২ সালের ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাস হয়।
দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী লি ওয়ান-কিউ গত সোমবার এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আশা করি, এই উদ্যোগে বয়স গণনা-সংক্রান্ত আইনি বিবাদ, অভিযোগ ও সামাজিক বিভ্রান্তি অনেকাংশে দূর হবে।’
২০২২ সালের সেপ্টেম্বরে পরিচালিত জরিপে সরকার জানতে পেরেছে, ৮৬ শতাংশ মানুষ আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতি মেনে চলতে আগ্রহী।
সিউলের ২৭ বছর বয়সী অফিসকর্মী চোই হিয়ুন-জি রয়টার্সকে বলেন, ‘প্রথাগত ব্যবস্থায় আগামী বছর আমার বয়স ৩০ হওয়ার কথা ছিল। কিন্তু এখন ৩০-এ পৌঁছানোর আগে আমি বাড়তি কিছু সময় পেয়েছি এবং এতে আমি উচ্ছ্বসিত। তরুণ হতে পেরে অসাধারণ লাগছে।’
সেনাবাহিনীতে ভর্তি, স্কুলের এনট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ, ধূমপান ও মদ্যপানের আইনি বয়স হিসাব করার জন্য আরও একটি ভিন্ন বয়স গণনা প্রক্রিয়া চালু আছে। এই প্রক্রিয়ায় জন্মের সময় বয়স শূন্য ধরা হয় এবং প্রতিবছরের জানুয়ারিতে এক বছর করে বয়স যোগ হতে থাকে।
কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়াটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।
দক্ষিণ কোরিয়ার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বয়স গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয় জন্মের সময় মানুষের বয়স এক বছর। এরপর প্রতিবছরের জানুয়ারি মাসের ১ তারিখে এক বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনো যোগসূত্র থাকে না। যা আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতির মতো নয়। দেশটির আইনপ্রণেতারা বয়স গণনার এ পদ্ধতি সংশোধনের জন্য একটি বিল অনুমোদন করেছেন। এতে দেশের অধিকাংশ নাগরিকের বয়সও এক থেকে দুই বছর করে কমবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ দেশটিতে নতুন এই আইনের প্রচলন হয়েছে। যার ফলে সবাইকে এখন বয়স গণনার আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে। যা প্রচলিত প্রথার স্থলাভিষিক্ত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বয়স গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয়, জন্মের সময় মানুষের বয়স এক বছর এবং তার জীবনের পরবর্তী বছরগুলোতে জানুয়ারি মাসের ১ তারিখে এক বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনো যোগসূত্র থাকে না।
আইনি ও মেডিকেল নথিতে দেশটি ৬০-এর দশক থেকে জন্মের সময় শূন্য ও জন্মদিনে এক বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে। কিন্তু তা সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছে।
২০২২ সালের ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাস হয়।
দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী লি ওয়ান-কিউ গত সোমবার এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আশা করি, এই উদ্যোগে বয়স গণনা-সংক্রান্ত আইনি বিবাদ, অভিযোগ ও সামাজিক বিভ্রান্তি অনেকাংশে দূর হবে।’
২০২২ সালের সেপ্টেম্বরে পরিচালিত জরিপে সরকার জানতে পেরেছে, ৮৬ শতাংশ মানুষ আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতি মেনে চলতে আগ্রহী।
সিউলের ২৭ বছর বয়সী অফিসকর্মী চোই হিয়ুন-জি রয়টার্সকে বলেন, ‘প্রথাগত ব্যবস্থায় আগামী বছর আমার বয়স ৩০ হওয়ার কথা ছিল। কিন্তু এখন ৩০-এ পৌঁছানোর আগে আমি বাড়তি কিছু সময় পেয়েছি এবং এতে আমি উচ্ছ্বসিত। তরুণ হতে পেরে অসাধারণ লাগছে।’
সেনাবাহিনীতে ভর্তি, স্কুলের এনট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ, ধূমপান ও মদ্যপানের আইনি বয়স হিসাব করার জন্য আরও একটি ভিন্ন বয়স গণনা প্রক্রিয়া চালু আছে। এই প্রক্রিয়ায় জন্মের সময় বয়স শূন্য ধরা হয় এবং প্রতিবছরের জানুয়ারিতে এক বছর করে বয়স যোগ হতে থাকে।
কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়াটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে