Ajker Patrika

ঘুষ নেওয়ার মামলায় ৩ বছরের কারাদণ্ড সু চির

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৫: ০৩
ঘুষ নেওয়ার মামলায় ৩ বছরের কারাদণ্ড সু চির

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) দেশটির একটি সামরিক আদালত এই দণ্ড দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৭ বছর বয়সী সু চির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ ১৮টি অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রায় ২০০ বছরের মতো কারাদণ্ড হতে পারে তাঁর। 

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তাঁর দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়। 

রাজধানী নেপিদোয় জান্তা সরকারের বিশেষ আদালতে শান্তিতে নোবেলজয়ী সু চির বিচার চলছে। জান্তা সরকারের গোপন এই আদালতে মামলার শুনানির সময় গণমাধ্যমকর্মী বা অন্যরা উপস্থিত থাকতে পারছেন না। এমনকি সু চির আইনজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত